shono
Advertisement

অজিত হয়ে এবার ব্যোমকেশের সংসারে পা রাহুলের

দেখে নিন আবির-সোহিনীর লুকও। The post অজিত হয়ে এবার ব্যোমকেশের সংসারে পা রাহুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:05 PM May 16, 2018Updated: 09:22 PM May 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যোমকেশ নিয়ে পরিচালকদের পরীক্ষা চলে। একই পরীক্ষা চলে অজিতকে নিয়েও। এবার ব্যোমকেশের সংসারে পা রাখতে চলেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। অরিন্দম শিলের নতুন ছবিতে তাঁকেই দেখা যাবে অজিত হিসেবে।

Advertisement

[  অসুস্থ মিঠুন চক্রবর্তীর চিকিৎসা চলছে দিল্লিতে! ছড়াচ্ছে জল্পনা ]

এযাবৎ বাঙালি দর্শক বড়পর্দায় ব্যোমকেশ হিসেবে দেখেছেন খোদ উত্তমকুমার, সুজয় ঘোষ, আবির চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তকে। পরিচালক বদলেছেন। বদলে গিয়েছে পৃথক কল্পনার ব্যোমকেশও। সত্যজিৎ রায় তাঁর ব্যোমকেশ হিসেবে বেছেচিলেন মহানায়ককে। অন্যদিকে অঞ্জন দত্ত যখন ব্যোমকেশ করতে শুরু করেন তখন আবিরই ছিলেন তাঁর সত্যাণ্বেষী। পরে অরিন্দম শীল ব্যোমকেশ করার ক্ষেত্রে আবিরকেই ডাক পাঠান। ফলে বদলে যায় অঞ্জনের ব্যোমকেশ। বাঙালি দর্শক দেখেন নতুন ব্যোমকেশ যিশুকে। আবার প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছবিতে ব্যোমকেশ হিসেবে ধরা দিয়েছিলেন সুজয় ঘোষ।

[  অ্যাসিড আক্রান্তদের সংগ্রামের কাহিনি নিয়ে আসছে মেগা ধারাবাহিক ]

একইভাবে বদলেছে অজিতও। সত্যজিৎ অজিত হিসেবে বেছে নিয়েছিলেন শৈলেন মুখোপাধ্যায়কে। ঋতুপর্ণ ঘোষের সত্যাণ্বেষীতে অনিন্দ চট্টোপাধ্যায় ছিলেন অজিতের ভূমিকায়। অঞ্জনের অজিত হিসেবে দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে। আবার অরিন্দম শিলের অজিত হয়ে দেখা দেন ঋত্বিক চক্রবর্তী। তুখড় অভিনেতা অজিত হয়েও মন কেড়েছিলেন, যদিও এ ছবিতে ফের বদলাচ্ছে অজিত। এবার দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়কে।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রক্তের দাগ অবলম্বনে তৈরি হচ্ছে অরিন্দমের ‘ব্যোমকেশ গোত্র’। যে ছবিতে কস্টিউম নিয়ে বেশ অন্যরকম ভাবনা-চিন্তা করছেন পরিচালক। গল্পের খাতিরেই ধুতি-পাঞ্জাবির বাঙালি ব্যোমকেশকে দেখা যাবে পশ্চিমী পোশাকেও। ছবিতে একটি চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকেও। তবে এ ছবিতে বড় চমক বোধহয় অঞ্জন দত্ত। ব্যোমকেশের পরিচালকই থাকছেন এ ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্রে। ব্যোমকেশ পত্নী সত্যবতীর ভূমিকায় থাকছেন সোহিনী সরকারই। এবারের পুজোতেই মুক্তি পাবে ‘ব্যোমকেশ গোত্র’।

The post অজিত হয়ে এবার ব্যোমকেশের সংসারে পা রাহুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার