সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনি টেস্টের (Border Gavaskar Trophy) প্রথমদিন থেকেই উত্তাপ বাড়তে শুরু করেছে। দিনের শেষ বলে উসমান খোয়াজাকে ফিরিয়ে স্যাম কনস্টাসের দিকে রীতিমতো তেড়ে যান ভারত অধিনায়ক জশপ্রীত বুমরাহ। সম্ভবত জানিয়ে দিলেন, দ্বিতীয় দিনে বুমরাহর আগুনে বোলিংয়ের মুখোমুখি হতে হবে অজি ওপেনারকে।
ঘটনার শুরু অবশ্য তার আগেই। বুমরাহ রান আপ শুরু করার পর বুঝতে পারেন খোয়াজা তৈরিই নয়। বাধ্য হয়েই তাঁকে থেমে যেতে হয়। কিন্তু সেখানে অকারণে ঢুকে পড়েন কনস্টাস। তিনিও বুমরাহকে থামতে বলেন। সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেন ভারত অধিনায়ক, 'তোমার সমস্যা কোথায়?' দুজনে মুখোমুখি হওয়ার আগেই মাঠের আম্পায়ার তাঁদের থামিয়ে দেন।
সেই বলেই খোয়াজাকে আউট করেন বুমরাহ। অজি ওপেনারের ব্যাটে খোঁচে লেগে বল চলে যায় স্লিপে কেএল রাহুলের হাতে। বুমরাহ উদযাপনের পরই ছুটে যান কনস্টাসের দিকে। আগুনে চোখে তাকান তাঁর দিকে। ভারতীয় দলও চলে আসে সেখানে। কনস্টাসের পাশেই উদযাপনে মেতে ওঠে সকলে। সেটাই ছিল দিনের শেষ বল। চুপচাপ ড্রেসিংরুমে ফিরে যান কনস্টাস।
উল্লেখ্য, মেলবোর্ন টেস্টে অভিষেক ঘটে কনস্টাসের। অভিষেকের দিনই কোহলির সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। পরে ভারতের উইকেট পতনের সময় দর্শকদের উত্তেজিতও করেন। তার পালটা দিয়েছিল বুমরাহ। এবার দুজনের বিবাদে সিডনি টেস্ট প্রথমদিন থেকেই উত্তপ্ত হতে শুরু করল।