shono
Advertisement
Rahul Dravid

রোহিতের সঙ্গে ওপেনিংয়ে কি বিরাটই? হাতের তাস দেখাতে নারাজ দ্রাবিড়

ক্যান্টিয়াগের খোলা পার্কে প্র্যাকটিস নিয়ে অস্বস্তিতে টিম ইন্ডিয়ার হেডস্যর।
Published By: Arpan DasPosted: 02:27 PM Jun 04, 2024Updated: 02:29 PM Jun 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে রোহিত শর্মাদের বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযান। তার আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে অনায়াসে হারিয়েছে টিম ইন্ডিয়া। যে ম্যাচে ওপেন করেন সঞ্জু স্যামসন ও রোহিত শর্মা। তাহলে কি এটাই ভারতের ওপেনিং জুটি হবে বিশ্বকাপে? সে ব্যাপারে এবার মুখ খুললেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৮২ রান করে ভারত। রোহিত শর্মা (Rohit Sharma) ঝোড়ো শুরু করলেও ব্যর্থ হন সঞ্জু। ৬ বল খেলে ১ রান করেন রাজস্থান রয়্যালসের ব্যাটার। তিন নম্বরে নামেন ঋষভ পন্থ। তার পরেই জল্পনা শুরু হয় ওপেনিং জুটি কী হবে? টিম ইন্ডিয়ার কোচ যদিও যেসব নিয়ে এখনই ভাবতে নারাজ। তিনি বলেন, "আমাদের হাতে প্রচুর বিকল্প আছে। এখনই হাতের সব তাস দেখানোর প্রশ্ন ওঠে না। আমাদের কাছে ওপেন করার জন্য রোহিত, জয়সওয়াল, বিরাট রয়েছে। আইপিএলেও ওরা ওপেন করেছে। পিচের অবস্থা, টিমের কম্বিনেশন সব দিক দেখেই টিম তৈরি করতে হবে।"

[আরও পড়ুন: প্রহর গোনা শুরু, সুনীলকে ফেয়ারওয়েল গিফট দিতে চান শুভাশিস]

প্রস্তুতি ম্যাচে দলে ছিলেন না বিরাট কোহলি। দেরিতে শিবিরে যোগ দেওয়ায় তাঁকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। যদিও তার পর প্র্যাকটিসে দেখা যায় তাঁকে। সব দিক বিবেচনা করে রাহুলের সংযোজন, "দেখা যাক, শেষ পর্যন্ত কী দাঁড়ায়! কিন্তু টপ অর্ডারে আমাদের কাছে দুরন্ত কিছু প্লেয়ার রয়েছে।"

আপাতত সব কিছুই ভালোভাবে চলেছে টিম ইন্ডিয়ার। তবে একটি বিষয় নিয়ে এখনও অস্তস্তি রয়েছে দ্রাবিড়ের। নাসাও স্টেডিয়ামে ম্যাচ হলেও তাদের প্র্যাকটিস হচ্ছে ক্যান্টিয়াগ পার্কে। দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব প্রায় আট কিলোমিটার। যা নিয়ে রাহুলের বক্তব্য, "খোলা পার্কে প্র্যাকটিস করাটা একটু অদ্ভুত।"

[আরও পড়ুন: ছোটবেলার স্বপ্নপূরণ এমবাপের, রিয়ালের নয়া তারকার দ্যুতি দেখতে মুখিয়ে ‘আইডল’ রোনাল্ডো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে রোহিত শর্মাদের বিশ্বকাপ অভিযান। তার আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে অনায়াসে হারিয়েছে টিম ইন্ডিয়া।
  • যে ম্যাচে ওপেন করেন সঞ্জু স্যামসন ও রোহিত শর্মা। তাহলে কি এটাই ভারতের ওপেনিং জুটি হবে বিশ্বকাপে?
  • সে ব্যাপারে এবার মুখ খুললেন রাহুল দ্রাবিড়।
Advertisement