সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। এর পরেই ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। বাবররা ম্যাচ হারলেও সেই ম্যাচ কোনও ভাবেই হালকা চোখে দেখতে চাইছে না ভারতের থিঙ্কট্যাঙ্ক। তাই মেট্রোতেও পাকিস্তানের খেলাতে নজর রাখছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
বিশ্বকাপে (T20 World Cup) আমেরিকার বিরুদ্ধে হেরে গিয়েছে পাকিস্তান। সুপার ওভারে জয় ছিনিয়ে নিয়েছেন মোনাঙ্ক প্যাটেলরা। সুপার এইটে উঠতে গেলে ভারতকে হারাতেই হবে তাঁদের। অন্যদিকে আয়ারল্যান্ডকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকার কথা ভারতের। কোচ রাহুল দ্রাবিড়কে দেখা গিয়েছে বেসবল স্টেডিয়ামে। কিন্তু পাকিস্তান ম্যাচ নিয়েও ভাবনা ঘুরছে তাঁর মাথায়।
[আরও পড়ুন: ভারতের জন্য বাড়তি সুবিধা! বিশ্বকাপে পক্ষপাতিত্বের অভিযোগ শ্রীলঙ্কার]
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় মেট্রোতে বসে রয়েছেন দ্রাবিড়। যদিও তাঁর হাতের মোবাইলে দেখা যাচ্ছে পাকিস্তান আর আমেরিকা ম্যাচের আপডেট। কোচের দায়বদ্ধতা দেখে মোহিত ভক্তরা। সোশাল মিডিয়ায় সেকথাই লিখছেন ভারত সমর্থকরা। অনেকে আবার বলছেন, একমাত্র নিউ ইয়র্কের মেট্রোতেই নিজের মতো ঘুরতে পারেন দ্রাবিড়। ভারতে হলে এতক্ষণে তিনি ভিড়ে চাপা পড়ে যেতেন।
বিশ্বকাপের পরেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যাবেন দ্রাবিড়। তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে আসতে পারেন গৌতম গম্ভীর। ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে সেই নিয়ে। দ্রাবিড়ের আমলে বিশ্বকাপ ফাইনালে হেরেছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপেও জয় আসেনি। দীর্ঘদিন ধরে আইসিসি জিততে পারেনি টিম ইন্ডিয়া। ফলে ভারতের কোচিংয়ের শেষটা বিশ্বকাপ দিয়েই শেষ করতে চাইবেন দ্রাবিড়।