সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে দাঁড়াতে কংগ্রেসের থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়েছিলেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশনকে এই তথ্য জানিয়েছে হাত শিবির। রায়বরেলি ও ওয়ানড় এই দুই কেন্দ্রপিছু ৭০ কোটি টাকা করে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, দু কেন্দ্রেই জয়ী হন রাহুল। শেষপর্যন্ত যার মধ্যে থেকে তিনি বেছে নেন উত্তরপ্রদেশের আসনটিই।
তবে রাহুলই (Rahul Gandhi) সবচেয়ে 'দামি' প্রার্থী ছিলেন তা নয়। হিমাচল প্রদেশের মান্ডিতে কংগ্রেসের প্রার্থী থাকা বিক্রমাদিত্য সিং পেয়েছিলেন ৮৭ লক্ষ টাকা। তবে তিনি ভোটে তিনি জিততে পারেননি। বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতের কাছে পরাজিত হন তিনি। এছাড়াও কিশোরীলাল শর্মাও ৭০ লক্ষ টাকা পেয়েছিলেন আমেঠিতে নির্বাচনে দাঁড়ানোর জন্য। তিনি পরাস্ত করেন স্মৃতি ইরানিকে। এছাড়াও কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, মানিকরাম ঠাকুরও প্রার্থী হতে ৭০ লক্ষ টাকা পেয়েছিলেন। পাশাপাশি আনন্দ শর্মা ও দিগ্বিজয় সিংয়ের মতো সিনিয়র কং নেতারা ভোটে দাঁড়ানোর জন্য পেয়েছিলেন যথাক্রমে ৪৬ ও ৫০ লক্ষ টাকা।
[আরও পড়ুন: ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন LGBTQরাও, নির্দেশিকা কেন্দ্রের]
প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৯ সালে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু এবার ২৭২-এর ম্যাজিক ফিগার থেকে দূরেই থেকেছে পদ্ম শিবির। আর তাই নীতীশ-নায়ডুদের সঙ্গে হাত মিলিয়ে গড়তে হয়েছে সরকার। অন্যদিকে কংগ্রেস গত দুবার যেখানে ৪৪ ও ৫২ আসনেই সন্তুষ্ট থেকেছিল, সেখানে এবার তা অনেকটা বেড়ে হয়েছে ৯৯। এই পরিস্থিতিতে গত মাসে লোকসভা নির্বাচন ও অরুণাচল প্রদেশ, সিকিম, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে দলের খরচের তালিকা পেশ করে কংগ্রেস। সেখানেই প্রকাশিত হল তালিকাদের পিছনে দলের খরচের বিবরণও।