shono
Advertisement

Breaking News

শাহকে ‘খুনি’ কটাক্ষ, পাঁচ বছর পরে মামলায় জামিন রাহুল গান্ধীর

এর আগে অনেকবার আদালতের নির্দেশেও হাজিরা দেননি রাহুল।
Posted: 03:40 PM Feb 20, 2024Updated: 03:43 PM Feb 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ২০১৮ সালে অমিত শাহ সম্পর্কে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগ উঠেছিল কংগ্রেস নেতার বিরুদ্ধে। দায়ের হয়েছিল মামলা। মঙ্গলবার সেই মামলাতেই উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ আদালত রাহুলের জামিনের আর্জিতে সাড়া দিল। ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে স্বস্তি পেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Advertisement

ঠিক কী বলেছিলেন রাহুল? ২০১৮ সালে কর্নাটক নির্বাচনের আগে বেঙ্গালুরুতে এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহর (Amit Shah) বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন তিনি। আর এর পরই ওই বছরের ৪ আগস্ট বিজেপি নেতা বিজয় মিশ্র মামলা দায়ের করেন রাহুলের বিরুদ্ধে। অভিযোগ ছিল, শাহর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছেন কংগ্রেস নেতা। সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ। তাঁকে ‘খুনি’ বলে তোপ দাগেন রাহুল। ২০০৫ সালের এক ভুয়ো এনকাউন্টার মামলায় নাম জড়িয়েছিল তৎকালীন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী শাহর। কিন্তু ২০১৪ সালে তাঁকে অব্যাহতি দেয় মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। সেই প্রসঙ্গ টেনে খোঁচা দেন রাহুল।

[আরও পড়ুন: তিন সেনাকর্তাকে ফাঁসির সাজা মায়ানমারে! কেন এই পদক্ষেপ জুন্টার?]

রাহুলের বিরুদ্ধে রুজু হওয়া মামলায় বার বার তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। অবশেষে মঙ্গলবার তিনি হাজিরা দিলেন। ৩০ মিনিট শুনানির পর তাঁকে জামিন দেন বিচারক।

[আরও পড়ুন: নাভালনির মৃত্যু নিয়ে মুখ খুললেন ট্রাম্প, তবে পুতিনের বদলে দুষলেন বাইডেনকে, কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement