shono
Advertisement

মোদির বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইল তৃণমূল

মোদির ঘুষ নেওয়ার অভিযোগ উড়িয়ে দিল বিজেপি৷
Posted: 12:46 AM Dec 22, 2016Updated: 07:16 PM Dec 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাতের মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন বড় বড় কর্পোরেট হাউসের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ বুধবার কংগ্রেস সহ-সভাপতি গুজরাতের এক জনসভায় এই অভিযোগ করেছেন৷ পাল্টা বিজেপির তরফে সেই অভিযোগ উড়িয়ে দাবি করা হল, “রাহুল গান্ধী একজন পার্ট টাইম নন-সিরিয়াস রাজনৈতিক নেতা৷” তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলল এদিন৷

Advertisement

যদিও রাহুলের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি৷ বর্ষীয়ান বিজেপি নেতা রবিশংকর প্রসাদ আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, “একের পর এক নির্বাচনে হেরে গিয়ে রাগে অন্ধ হয়ে ভিত্তিহীন অভিযোগ করছেন রাহুল গান্ধী৷” তিনি আরও জানান, কপ্টার কেলেঙ্কারিতে জর্জরিত কংগ্রেস নেতাদের দিক থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই রাহুল এই সব মনগড়া অভিযোগ করছেন৷ একা রাহুল নন অবশ্য, গত মাসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছিলেন৷

রাহুলের অভিযোগকে অস্ত্র করে মোদিকে বিঁধতে আসরে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের মুখ্য জাতীয় মুখপাত্র ও সাংসদ ডেরেক ও’ব্রায়েন এদিন বলেছেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন, তার যথাযথ তদন্ত চাই৷ প্রয়োজনে সিবিআইকে দিয়ে তদন্ত হোক৷”

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, প্রয়োজনীয় হয়ে থাকতে রাহুল গান্ধী অপ্রয়োজনীয় মন্তব্য করছেন৷ তাঁর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না দল, সাফ জানিয়েছেন বিজেপির মুখপাত্র৷ রবিশংকর প্রসাদ প্রধানমন্ত্রীকে স্বচ্ছ গঙ্গার সঙ্গে তুলনা টানায় কংগ্রেস নেতা রণদীপ এস সুরজেওয়ালার কটাক্ষ, ‘গঙ্গা ময়লা হয়ে গিয়েছে, তাই স্বচ্ছতা অভিযান চলছে’৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement