shono
Advertisement
Rahul Gandhi

'এবার ভারত দোজো যাত্রা', যুযুৎসুতে মত্ত রাহুলের বড় ঘোষণা

৮ মিনিটের ভিডিও শেয়ার করলেন কংগ্রেস নেতা।
Published By: Biswadip DeyPosted: 08:05 PM Aug 29, 2024Updated: 08:54 PM Aug 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভারত দোজো যাত্রা। ঘোষণা করলেন রাহুল গান্ধী। সেই সঙ্গেই শেয়ার করলেন একটি ভিডিও-ও। এর আগে ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছিলেন কংগ্রেস নেতা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এবার কি তেমনই এক যাত্রার আয়োজন করছেন কংগ্রেস নেতা? উত্তরটা অবশ্য রয়েছে তাঁর পোস্টেই। আসলে এই যাত্রার সঙ্গে অন্য যাত্রাগুলির সম্পর্ক নেই। কেননা 'দোজো' শব্দটির অর্থ মার্শাল আর্টের স্কুল। রাহুলের (Rahul Gandhi) এই পোস্টের সঙ্গে সম্পর্ক রয়েছে মার্শাল আর্টেরই।

Advertisement

ঠিক কী লিখেছিলেন রাহুল? কংগ্রেস (Congress) নেতা লেখেন, 'ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় আমরা হাজার হাজার কিলোমিটার হেঁটেছিলাম। সেই সময় রোজ সন্ধ্যায় আমাদের শিবিরে আমরা জুজুৎসু অনুশীলন করতাম। নিজেদের ফিট রাখতে যেটা শুরু হয়েছিল অচিরেই তা রীতিমতো সম্প্রদায়ের কার্যকলাপ হয়ে ওঠে। সঙ্গী যাত্রী ও তরুণ মার্শাল আর্টসের শিক্ষার্থীরা যোগ দিতে থাকে আমাদের সঙ্গে, যেখানে যেখানে আমরা থাকছিলাম।'

[আরও পড়ুন: ব্যর্থ পুনর্বাসনের চেষ্টা! আর জি করের ‘ভিলেন’ অরুণাভকে ঘরবন্দি করলেন মালদহ মেডিক্যালের জুনিয়ররা]

রাহুল যে ৮ মিনিটের ভিডিও শেয়ার করেছিলেন সেখানে রাহুলকে দেখা যাচ্ছে কমবয়সিদের নানা রক্ষণকৌশল শেখাতে। কংগ্রেস নেতাকে একথাও বলতে দেখা যায়, তিনি আইকিডোয় ব্ল্যাক বেল্ট ও জুজুৎসুতে ব্লু বেল্ট। হিংসার বিরুদ্ধে নম্রতার সঙ্গে মোকাবিলা করার কথাও বলতে দেখা যায় তাঁকে। বৃহস্পতিবার ছিল জাতীয় ক্রীড়া দিবস। আর সেই উপলক্ষেই রাহুলের এমন পোস্ট। সবশেষে তিনি ঘোষণা করেন, 'শিগগিরি আসছে ভারত দোজো যাত্রা'।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। পরে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা করেন তিনি। সেই যাত্রা ছিল মাস দুয়েকের। এবার আলোচনায় উঠে এল সেই যাত্রার সময়ের যুযুৎসু অনুশীলনের প্রসঙ্গই।

[আরও পড়ুন: ‘মানুষখেকো’ নেকড়ের হানায় ঘুম ছুটেছে উত্তরপ্রদেশের! মৃত্যু ৬ শিশু-সহ ৮ জনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার ভারত দোজো যাত্রা। ঘোষণা করলেন রাহুল গান্ধী।
  • সেই সঙ্গেই শেয়ার করলেন একটি ভিডিও-ও।
  • এর আগে ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছিলেন কংগ্রেস নেতা।
Advertisement