shono
Advertisement

ফাঁস রাফালে সংক্রান্ত গোপন নথি, ‘মোদি চোর’ আক্রমণ রাহুলের

প্রকাশ্যে পিএমও-কে লেখা প্রতিরক্ষা মন্ত্রকের গোপন চিঠি, অস্বস্তিতে বিজেপি৷ The post ফাঁস রাফালে সংক্রান্ত গোপন নথি, ‘মোদি চোর’ আক্রমণ রাহুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:52 AM Feb 08, 2019Updated: 11:43 AM Feb 09, 2019

নন্দিতা রায়, নয়াদিল্লি: আবারও রাফালে ইস্যুকে কেন্দ্রের মোদি সরকারকে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ ইংরেজি দৈনিক ‘দি হিন্দু’তে ফাঁস হওয়া একটি গোপন নথিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চোর’ বলে আক্রমণ করলেন তিনি৷ অভিযোগ করলেন, প্রতিরক্ষা মন্ত্রককে অন্ধকারে রেখে রাফালে যুদ্ধবিমান কেনার জন্য সমান্তরাল দরাদরি চালিয়েছেন প্রধানমন্ত্রী৷ বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন মোদি৷ সেই টাকা তিনি তুলে দিয়েছেন ‘বন্ধু’ অনিল আম্বানির হাতে৷ পাশাপাশি, আবারও কংগ্রেস সভাপতি দাবি জানালেন, রাফালে ইস্যুতে সংসদীয় কমিটির তদন্ত হওয়া প্রয়োজন৷

Advertisement

[শিশুকে অপহরণের পর ধর্ষণ করে খুন, নৃশংসতার সাক্ষী মুম্বই ]

রাফালে যুদ্ধবিমান সংক্রান্ত একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর অভিযোগ করেছে সংবাদপত্র ‘দ্য হিন্দু’৷ ওই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ২০১৫-র ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর দপ্তরকে লেখা প্রতিরক্ষা মন্ত্রকের একটি গোপন চিঠি৷ যেখানে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক এবং নেগোসিয়েশন টিমকে অন্ধকারে রেখে রাফালে যুদ্ধবিমানের দামের বিষয়ে ফ্রান্সের সঙ্গে সমান্তরাল দরাদরি চালিয়েছেন প্রধানমন্ত্রী৷ এই ধরনের পদক্ষেপ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের সরে আসা উচিত৷ কারণ, এতে সংশ্লিষ্ট দপ্তরকে অগ্রাহ্য করা হয়৷ সংবাদপত্রে প্রকাশিত এই প্রতিবেদনকে হাতিয়ার করেই এবার মোদির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন রাহুল গান্ধী৷ তাঁর প্রশ্ন, ‘কেন প্রতিরক্ষা মন্ত্রককে অন্ধকারে রেখে ফ্রান্সের সঙ্গে সরাসরি দর কষাকষি করেছেন প্রধানমন্ত্রী?’ তিনি অভিযোগ করেন, ‘‘বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকা লুট করেছেন প্রধানমন্ত্রী৷ সেই টাকা তিনি তুলে দিয়েছেন অনিল আম্বানির হাতে৷ রাফালের বিষয়ে মিথ্যা কথা বলেছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণও৷ এখন বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার৷’’

[ক্ষমতায় এলে তিন তালাক আইন বাতিল করার সিদ্ধান্ত কংগ্রেসের]

বৃহস্পতিবার লোকসভার শেষ ভাষণে কংগ্রেসকে কড়া আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷ রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘উল্টা চোর চৌকিদার কো ডাঁটে!’ এ দিন মোদির সেই কটাক্ষেরও জবাব দিয়েছেন রাহুল গান্ধী৷ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজেকেই চৌকিদার ও চোর বলছেন৷ কংগ্রেসের নব নির্বাচিত সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ ইতিমধ্যে তাঁকে দু’বার জেরাও করেছেন তদন্তকারীরা৷ এ দিন সেই বিষয়েও মুখ খোলেন রাহুল গান্ধী৷ কেন্দ্রকে অলআউট আক্রমণ করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাঁর জামাইবাবুর বিরুদ্ধে যা যা তদন্ত করার, তা করতে পারে সিবিআই৷ এতে তাঁদের কোনও আপত্তি নেই৷ প্রয়োজনে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধেও তদন্ত করতে পারে কেন্দ্রীয় সংস্থাটি৷

The post ফাঁস রাফালে সংক্রান্ত গোপন নথি, ‘মোদি চোর’ আক্রমণ রাহুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement