shono
Advertisement

জি-২০’র সময় ইউরোপ সফরে রাহুল, বিদেশের মাটি থেকেই তোপ দাগবেন মোদিকে!

১১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রাহুলের।
Posted: 11:08 AM Sep 06, 2023Updated: 11:08 AM Sep 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলনের (G20 Summit) আসর। আর ঠিক সেই সময়ই বিরোধী জোটের অন্যতম মুখ কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) থাকবেন বিদেশে। এক সূত্রের দাবি, ইউরোপ সফরে যাচ্ছেন তিনি। একাধিক কর্মসূচিতে বেশ কয়েকটি দেশ ঘুরে ১১ সেপ্টেম্বর দেশে ফিরবেন শতাব্দী প্রাচীন দলের প্রাক্তন সভাপতি।

Advertisement

কোথায় কোথায় যাবেন রাহুল? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ৭ সেপ্টেম্বর হেগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন রাহুল। এরপর ফ্রান্সে গিয়ে পরদিন প্যারিসের এক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সামনে ভাষণ দেবেন তিনি। ৯ সেপ্টেম্বর সেখানেই লেবার ইউনিয়ন অফ ফ্রান্সে বৈঠক করার কথা তাঁর। সেখান থেকে নরওয়ে যাবেন তিনি। ১০ সেপ্টেম্বর অসলোয় বক্তৃতা দেবেন রাহুল। পরদিনই দেশে ফিরবেন কংগ্রেস নেতা।

[আরও পড়ুন: রামায়ণ-মহাভারত টেনে গণতন্ত্র ও জনকল্যাণের পাঠ জি২০ পুস্তিকায়]

জি-২০ সম্মেলনের সময় রাহুলের বিদেশে যাওয়া নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। মনে করা হচ্ছে, যখন বিদেশি অভ্যাগতরা এদেশে থাকবেন, সেই সময়ই ইউরোপে গিয়ে ভাষণ দেওয়ার সময় মোদি সরকারকে তোপ দাগতে পারেন রাহুল। এর আগেও বিদেশ সফরে বিজেপি তথা এনডিএ সরকারকে কাঠগড়ায় তুলতে দেখা গিয়েছে তাঁকে।

[আরও পড়ুন: রাষ্ট্রপতির পর PM of Bharat, বিতর্ক আরও উসকে দিল বিজেপি, সরব বিরোধীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement