সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই কুলিদের পোশাক পরে মোট বহন করতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। আর তারপরই তাঁকে খোঁচা দিল বিজেপি। দাবি করল, রাজনৈতিক ‘নাটক’ করছেন রাহুল গান্ধী। তাঁকে পুরস্কার দিতে হবে সবচেয়ে খারাপ অভিনেতার। সেই সঙ্গে অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘কুলি’র পোস্টারে দেখা গেল রাহুলের (Rahul Gandhi) মুখও। দলের এক্স হ্যান্ডলে শেয়ার করা হল ছবিটি। তা শেয়ার করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও।
ট্রাক চালক ও কৃষকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁদের কাজে হাত লাগাতে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদকে। কিন্তু এবার কুলির বেশে দিল্লির পথে হাঁটলেন ওয়ানড়ের সাংসদ। পরনে ছিল কুলির জন্য নির্দিষ্ট লাল পোশাক। হাতে বাঁধা ছিল পিতলের চাকতিও। মোট বওয়ার পাশাপাশি দিল্লির (Delhi) আনন্দ বিহারের কুলিদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা যায় তাঁকে।
[আরও পড়ুন: আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চলবে, জানিয়ে দিলেন অভিষেক]
এরপরই বিজেপি (BJP) যে ছবিটি টুইট করেছে সেখানে রাহুলের কাঁধে মোট হিসেবে দেখানো হয়েছে ‘দুর্নীতি’ ও ‘পরিবারতন্ত্র’। যা থেকে পরিষ্কার, চেনা ছকেই আক্রমণ বজায় রাখতে চাইছে গেরুয়া শিবির। পাশাপাশি তাঁর কাঁধে ঝোলানো ব্যাগটিতে লেখা রয়েছে ‘কংগ্রেস’। ছবির নির্মাতা ‘গান্ধী পরিবার’। সাম্প্রতিক অতীতে বারবার বিজেপি ‘পরিবারতন্ত্রে’র অভিযোগে কাঠগড়ায় তুলেছে কংগ্রেসকে (Congress)। সেই ধারাই বজায় রেখে তারা খোঁচা দিল রাহুল গান্ধীকে।