shono
Advertisement

মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে প্রাণে বাঁচেন রাহুল!

প্রকাশ্যে ডিজিসিএ-র চাঞ্চল্যকর রিপোর্ট৷ The post মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে প্রাণে বাঁচেন রাহুল! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:23 AM Sep 01, 2018Updated: 09:53 AM Sep 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনওক্রমে প্রাণে রক্ষা৷ মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে যেতে পারত বড় কোনও দুর্ঘটনা৷ আবারও হয়ত অতীতের ভয়ঙ্কর দিনের সম্মুখীন হতে হত জাতীয় কংগ্রেসকে৷ কিন্তু না, তেমন কিছু হয়নি৷ মাত্র ২০ সেকেন্ডের জন্য প্রাণে বেছে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ ভেঙে পড়া থেকে রক্ষা পেয়েছে তাঁর বিমান৷ সাম্প্রতিক রিপোর্টে এমনই তথ্য পেশ করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন৷

Advertisement

[নোটবন্দির সিদ্ধান্ত জানতেন না অর্থমন্ত্রী জেটলি, বিস্ফোরক চিদম্বরম]

৩০ পাতার রিপোর্ট বলছে, দুর্ঘটনাটি ঘটতে পারত চলতি বছরের ২৭ এপ্রিল৷ কর্ণাটক নির্বাচনের প্রচারে ওইদিন নয়াদিল্লি থেকে কর্ণাটকের উদ্দেশে যান রাহুল গান্ধী৷ জানা গিয়েছে, মাঝ আকাশেই বিমানের মধ্যে গোলযোগ দেখা দেয়৷ দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটতে থাকে কংগ্রেস সভাপতির বিমান৷ সেই সময় বিমানের মধ্যে রাহুল গান্ধী ছাড়াও ছিলেন আরও চারজন যাত্রী, দু’জন বিমানচালক, একজন কেবিন ক্রিউ ও একজন ইঞ্জিনিয়ার৷ কোনক্রমে পাইলটের তৎপরতায় বিমানবন্দরে নামান হয় বিমানটিকে৷ এরপরই রাহুল গান্ধী অভিযোগ করেন, তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে৷ এমনকি খুনের চেষ্টার মামলাও রুজু হয় কর্ণাটক পুলিশের কাছে৷ ঘটনার তদন্ত শুরু করে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন৷ অবশেষে, চারমাস পর ঘটনার রিপোর্ট দাখিল হল৷

[মাসের শুরুতে আদৌ কতদিন বন্ধ থাকবে ব্যাংক? আসল সত্যিটা জানুন]

রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, প্রথমে রাহুল গান্ধীর বিমানটিতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল না৷ তবে মাঝ আকাশে তেমন গোলযোগ দেখা দিলে বিমানের মধ্যে লাল অ্যালার্ম বেজে ওঠে৷ মাত্র ২০ সেকেন্ডের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিমান৷ তবে রিপোর্টে একথাও স্বীকার করা হয়েছে যে, বিমানের ক্রু-মেম্বারদের সচেতনতার অভাব ছিল এবং প্রশিক্ষণের কমতি ছিল৷ সেই কারণেই, গোলযোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা যায়নি বলে জানানো হয়েছে৷

The post মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে প্রাণে বাঁচেন রাহুল! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement