সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য সুখবর। কারণ, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Asistant Project Engineer) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল। আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
শিক্ষাগত যোগ্যতা:
- ৬০ শতাংশ নম্বর-সহ বিই/বি.টেক (সিভিল ইঞ্জিনিয়ারিং) পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- আগ্রহীকে গ্র্যাজুয়েট অ্যাপিটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিংয়ে (GATE) অবতীর্ণ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: করোনাকালে ফের নার্সিং স্টাফ নিয়োগ, আবেদনের পদ্ধতি জানেন তো?]
আবেদনের পদ্ধতি:
https://rlda.indianrailways.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পেতে পারেন। তা psecontract@gmail.com এই ই-মেল আইডিতে পাঠাতে হবে।
আবেদনের শেষ দিন:
আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আগ্রহীকে আবেদন করতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
আগ্রহীকে গ্র্যাজুয়েট অ্যাপিটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিংয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://rlda.indianrailways.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।