shono
Advertisement

Breaking News

রেলকর্তার স্ত্রীকে জুতো খুলতে নির্দেশ, ‘অপরাধে’ রেলকর্মীকে ‘অর্ধনগ্ন’ করে সাজা!

এই ঘটনায় গ্রুপ ডি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন রেলকর্তার বিরুদ্ধে!
Posted: 12:13 PM Jun 25, 2023Updated: 12:13 PM Jun 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেল হাসপাতালে ডাক্তার দেখানোর জন‌্য জুতো খুলে ঢোকার নির্দেশ দিয়েছিলেন রেলকর্তার স্ত্রীকে। সেই ‘অপরাধে’ এক রেলকর্মীকে কার্যত নগ্ন করে ‘সাজা’ দিলেন আঞ্চলিক অধিকর্তা।

Advertisement

রেল হাসপাতালের কর্মী বসন্ত উপাধ্যায় ডাক্তারের চেম্বারে ঢোকার সময় জুতো খুলতে বলেন ধানবাদের (Dhanbad) ডিভিশনাল রেল ম্যানেজার ‘ডিআরএম’-এর (DRM) স্ত্রীকে। তিনি অবশ‌্য সেই নির্দেশ মানেননি। জুতো পরেই ডাক্তারবাবুর চেম্বারে ঢোকেন ডিআরএমের স্ত্রী। এর পর বিকেলে বসন্তকে ডেকে পাঠান ডিআরএম। ডিআরএমের চেম্বারে গেলে বসন্তকে প্রবল বকাবকি করা হয়। এর পর তাঁকে নির্দেশ দেওয়া হয় পরনের জামাকাপড় খুলে ফেলতে হবে। অর্ধনগ্ন অবস্থায় তাঁকে বাড়ি পাঠানো হয়। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে। এই ঘটনার জেরে মানসিকভাবে প্রবল বিধ্বস্ত হয়ে পড়েছেন ওই কর্মী। মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে তিনি হাসপাতালে ভরতি রয়েছেন বলে খবর।

[আরও পড়ুন: পাখির চোখ লোকসভা নির্বাচন, দলের বুথ কর্মীদের দায়িত্ব ও কর্তব্য বোঝাবেন প্রধানমন্ত্রী]

প্রত‌্যক্ষদর্শীরা ঘটনার সত‌্যতা জানিয়েছেন। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব‌্য করেননি ডিআরএম। অন‌্যদিকে এমন কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন রেলের ডিসিএম (DCM) অমরীশ কুমার। তিনি জানিয়েছেন, ডিআরএমের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। যদিও ওই অঞ্চলের গ্রুপ ডি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন।

[আরও পড়ুন: খাবার নিয়ে বচসায় দিদিমাকে খুন করে আলমারিতে দেহ! পাঁচ বছর পর গ্রেপ্তার নাতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement