shono
Advertisement

যাত্রী নিরাপত্তার স্বার্থে ৩০১টি ট্রেনের সময়সূচি বদল ভারতীয় রেলের

জেনে নিন নয়া টাইম টেবিল৷ The post যাত্রী নিরাপত্তার স্বার্থে ৩০১টি ট্রেনের সময়সূচি বদল ভারতীয় রেলের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:16 PM Aug 14, 2018Updated: 01:59 PM Aug 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার দেশজুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস৷ ওইদিনই দেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ সতর্কবার্তার পরই নড়েচড়ে বসেছেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা৷ নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী-সহ গোটা দেশ৷ বিমানবন্দর থেকে স্টেশন, গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড, শপিং মল৷ যাত্রী সুরক্ষার স্বার্থেই  বিশেষ ঘোষণা ভারতীয় রেলের৷ ১৫ আগস্ট ৩০১টি ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে৷

Advertisement

[কাঁওর যাত্রার ‘শাস্তি’, মসজিদের মধ্যে পেটানো হল মুসলিম যুবককে]

ভারতীয় রেল সূত্রে খবর, ৫৭টি ট্রেনের গন্তব্যে ফেরার সময়ের পরিবর্তন করা হয়েছে৷ স্বাধীনতা দিবস উপলক্ষে নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই স্টেশনে ফিরবে ট্রেনগুলি৷ আবার ৫৮টি ট্রেন ফিরবে দেরিতে৷ পাশাপাশি ১০২টি ট্রেন ছাড়া হবে সময়ের আগেই৷ ৮৪টি ট্রেন যদিও ছাড়তে দেরি হবে বলেই ভারতীয় রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে৷ যে ট্রেনগুলি অমৃতসরের উপর দিয়ে যায় মূলত সেগুলিরই সময় পরিবর্তন করা হয়েছে৷ শতাব্দী এক্সপ্রেস, লখনউ মেল, তেজস এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময় বদল করা হয়েছে৷ ফিরতি পথে পাঁচ মিনিট আগেই গন্তব্যে পৌঁছাবে ট্রেনগুলি৷ নীলাচল এক্সপ্রেস, দেরাদুন-অমৃতসর এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, জন শতাব্দী এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের পরে গন্তব্যে পৌঁছাবে বলেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ভারতীয় রেল৷ তবে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময় থেকে পাঁচ-দশ মিনিট বা খুব বেশি হলে আধ ঘণ্টা দেরি হতে পারে৷ তার থেকে বেশি দেরি হবে না বলেই রেল যাত্রীদের আশ্বাস দেওয়া হয়েছে৷

[উত্তরপ্রদেশের মাদ্রাসায় গণধর্ষণের শিকার নাবালিকা, অধরা অভিযুক্তরা]

অফিসিয়াল ওয়েবসাইটে পরিবর্তিত টাইম টেবিল দেখেই যাত্রীদের স্টেশনে যাওয়ার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রেন ছাড়া বা গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সময় পরিবর্তনে যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ জানান হয়েছে৷  উল্লেখ্য, প্রতি বছরই স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রেনের সময়ে বদল করে ভারতীয় রেল৷ সেই মতো চলতি বছরও ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে৷

[উমর খালিদকে লক্ষ্য করে গুলি, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজনের ছবি]

The post যাত্রী নিরাপত্তার স্বার্থে ৩০১টি ট্রেনের সময়সূচি বদল ভারতীয় রেলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement