shono
Advertisement

Breaking News

সাগরমেলায় যাত্রী সুরক্ষায় বিশেষ নজর রেলের, মোতায়েন বাড়তি আধা সামরিক বাহিনী

রাজ‌্য ও রেল পুলিশের পাশপাশি স্বাস্থ‌্য বিভাগের কর্মীরাও বিভিন্ন স্টেশনে ক‌্যাম্প খুলবেন।
Posted: 01:56 PM Jan 04, 2024Updated: 02:07 PM Jan 04, 2024

সুব্রত বিশ্বাস: অযোধ‌্যার রাম মন্দির উদ্বোধন, উত্তর প্রদেশের মাঘ মেলার পাশাপাশি রাজ্যের গঙ্গাসাগর মেলা। এই মেলাকেও সমান গুরুত্ব দিয়ে সুরক্ষা ব‌্যবস্থাকে ঢেলে সাজানোর নির্দেশ দিল রেল বোর্ড। বুধবার রেল বোর্ডের চেয়ারম‌্যান, আরপিএফের ডিজি ও বিভিন্ন বিভাগীয় সদস‌্য় ও বিভিন্ন রেল জোনের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন পূর্ব রেলের কর্তারাও। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে হাওড়া, কলকাতা ও শিয়ালদহ-সহ বিভিন্ন জনবহুল স্টেশনে মোতায়েন হবে বেশি সংখ‌্যাক সুরক্ষাকর্মী। 

Advertisement

জানা গিয়েছে, জানুয়ারি মাসজুড়ে বিভিন্ন রাজ্যে বড় মেলা রয়েছে। এই বৃহৎ মেলাগুলোতে যাত্রী ভিড়ে সুরক্ষা যাতে বিঘ্নিত না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। সেজন‌্য জানুয়ারির দ্বিতীয় সপ্তাহতেই সুরক্ষা ব‌্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। এই বিষয়ে পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানান, গঙ্গা সাগরের মেলার জন‌্য চত্বরের ও ট্রেনে সুরক্ষার জন‌্য এক কোম্পানি আরপিএসএফ আসছে। ৯ জানুয়ারি থেকেই হাওড়া, কলকাতা ও শিয়ালদহ-সহ ওই ডিভিশনের জনবহুল স্টেশনে মোতায়েন হবে বেশি সংখ‌্যাক সুরক্ষাকর্মী।

[আরও পড়ুন: রাতে কার্যালয়ে হামলা, ‘এবার খেলা জমে যাবে’, সকালে রুনাকে হুঁশিয়ারি মনোরঞ্জনের]

তিনি আরও জানান, সাদা পোশাকে নিরাপত্তারক্ষীরা যাত্রীদের ভিড়ে মিশে নজরদারি চালাবে। এই মেলায় বহিরাগত দুষ্কৃতীরা ভিন রাজ‌্য থেকে আসে অপরাধ করতে। এই ধরণের দাগী দুষ্কৃতীদের ফটো সংগ্রহ করে নজর রাখবে আরপিএফ। সিসিটিভিতে চব্বিশ ঘণ্টা চলবে নজরদারি।

রাজ‌্য ও রেল পুলিশের পাশপাশি স্বাস্থ‌্য বিভাগের কর্মীরাও বিভিন্ন স্টেশনে ক‌্যাম্প খুলবেন। মহিলা ও শিশুদের উপর নজর রাখবে আরপিএফের মহিলা বাহিনী। অসুস্থ হয়ে পড়লে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়ার জন‌্য বড় স্টেশনগুলোতে থাকবে অ‌্যাম্বুল‌্যান্স পরিষেবা। শৌচালয়গুলো যাতে পরিচ্ছন্ন থাকে সেজন‌্য সাফাই কর্মীদের সংখ‌্যা বাড়াবে রেল। প্রচুর পুণ‌্যার্থী সমাগম হবে এইজন‌্য শিয়ালদহ, নামখানা, কাকদ্বীপ, হাওড়া, কলকাতায় বাড়তি টিকিট কাউন্টার খুলবে রেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার