shono
Advertisement

Breaking News

আর মাত্র কয়েক ঘণ্টা, তার পরই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

কলকাতায় কি হবে বৃষ্টি?
Posted: 06:19 PM Apr 28, 2021Updated: 06:42 PM Apr 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। চাতক পাখির মতো বৃষ্টির (Rain) আশায় বসে তাঁরা। অষ্টম দফা ভোটের আগে বঙ্গবাসীর জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, আর মাত্র কয়েকঘণ্টা। তার পরেই ঝোড়ো হাওয়া বইবে বেশকিছু জেলায়। বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে মাটিও।

Advertisement

আলিপুরের হাওয়া অফিস বলছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। আজ সন্ধেয় বৃষ্টিতে ভিজতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও বইবে ঝড়। হতে পারে বৃষ্টিও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। তবে কলকাতাবাসীর কপালে এই দফায় বৃষ্টির ছিঁটেফোঁটাও জুটবে না।

[আরও পড়ুন: স্বামীর মৃত্যুর জন্য দায়ী কমিশন, অনিচ্ছাকৃত খুনের অভিযোগ কাজল সিনহার স্ত্রীর]

তবে এই বৃষ্টিতে ভ্যাপসা গরমের অস্বস্তি কাটবে না। বজায় থাকবে অস্বস্তি ও দাবদাহ। হাওয়া অফিস বলেছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে।শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ। ন্যূনতম ৩২ শতাংশ।

সপ্তাহের শুরুতেই হাওয়া অফিস বলছে, এ সপ্তাহে বৃষ্টির কোনও আশা নেই। কালবৈশাখীর পূর্বাভাসও দিতে পারেনি হাওয়া অফিস। উলটে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে সতর্ক করেছিল তারা। জানিয়েছিল, আগামী পাঁচদিন আকাশ থাকবে পরিষ্কার। পূর্বাভাস ছিল পারদ চড়বে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছিল, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। টানা সাত-আটদিন থাকতে পারে ব্যাপক গরম। কলকাতাবাসীর অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। মূলত শুষ্কই থাকবে আবহাওয়া। সপ্তাহের শুরু থেকেই প্রচণ্ড গরমে নাজেহাল হয়েছে বঙ্গবাসী।

[আরও পড়ুন: অবশেষে খোঁজ মিলল! কেন্দ্রীয় বাহিনীকে চরকি পাক খাইয়ে তারাপীঠ মন্দিরে অনুব্রত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার