shono
Advertisement

সন্ধেয় ফের বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা, বইবে ঝোড়ো হাওয়াও

দেখে নিন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা।
Posted: 12:11 PM Apr 22, 2021Updated: 04:10 PM Apr 22, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনায় স্বস্তিতে শহরবাসী। বুধবার সকাল থেকে তীব্র দাবদাহের পর রাতের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে স্বস্তি পেয়েছে শহরবাসী। বৃহস্পতিবার সন্ধেতেও বৃষ্টিতে ভিজতে পারে শহর ও তৎসংলগ্ন এলাকা। ঝেঁপে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়।

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের আর্দ্রতা অস্বস্তি বাড়াবে। সন্ধের দিকে মিলতে পারে স্বস্তি। হতে পারে ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

[আরও পড়ুন ; ‘নো ব্রিজ নো ভোট’, বুথে না গিয়ে নদীর ধারে বিক্ষোভ হেমতাবাদের ৩ হাজার ভোটারের]

উল্লেখ্য, বুধবার সারাদিনের তীব্র দাবদাহের জ্বালা জুড়িয়ে গিয়েছিল রাতে। ঠান্ডা ঝোড়ো হাওয়া ও কয়েক পশলা বৃষ্টি স্বস্তি দিয়েছিল শহরবাসীকে। আরামের ঘুম ঘুমিয়েছিল শহরবাসী। বৃহস্পতিবারও সেরকমই পূর্বাভাস রয়েছে জেলাগুলির জন্য। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

শুধু দক্ষিণবঙ্গ নয়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। পাহাড়ের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে হাওয়া। সবমিলিয়ে প্যাচপ্যাচে গরম থেকে সাময়িক মুক্তি মিলবে বলেই আশা করছে রাজ্যবাসী।

[আরও পড়ুন ; হালিশহরে বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে ‘হামলা’, মারধর দাদা ও বৃদ্ধা মা’কে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার