সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় কলকাতা সাক্ষী থাকল 'ম্যাজিক্যাল ব্রায়ান নাইটে'র। তিলোত্তমাকে সুরের মূর্চ্ছনায় ভাসিয়ে 'রক মুহূর্ত' তৈরি করলেন ব্রায়ান অ্যাডামস। তবে এই সাক্ষাৎ, ভালো লাগা কিন্তু পারস্পারিক। কলকাতা যেমন ব্রায়ানে বুঁদ, তেমন কলকাতাবাসীর উন্মাদনায় মুগ্ধ খোদ রক সম্রাট। বললেন, "এই শহরের প্রতিটা কনসার্টই কি এমন হয়? এত ভালো ক্রাউড? তাহলে তো আবার আসতে হবে দেখছি।" আর দর্শকদের সেই ভিড়েই ছিলেন টলিপাড়ার গুণমুগ্ধ সেলেবরা। কেউ মন খুলে নাচলেন, কেউ বা গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত শুধু বিস্ময় দৃষ্টিতে চেয়ে উপভোগ করে গেলেন।
ব্রায়ান অ্যাডামসের কনসার্ট থেকে সেলেবদের ক্যামেরাবন্দি সব মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই ভক্তদের উল্লাস- "এ যেন 'রক & রসগোল্লা" পারফরম্যান্স! মঞ্চে যখন 'সামার অফ সিক্সটি নাইন', 'এভরিথিং আই ডু', 'হেভেন', 'প্লিজ ফরগিভ মি' একের পর এক গান ধরে চলেছেন, তখন দর্শকদের ভিড়ে দেখা গেল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। দার্জিলিং থেকে পরিণীতার হিন্দি শুটিং শেষ করেই কলকাতায় পৌঁছে গিয়েছেন ব্রায়ান অ্যাডামসের শো দেখতে। টলিউডের পাওয়ার কাপলকে দেখা গেল ভিড়ের মাঝেই গুনগুনিয়ে ব্রায়ানের গান গেয়ে উঠতে। শো ঘিরে ইমন চক্রবর্তীর উন্মাদনা আরও দ্বিগুণ। 'গানের ভাষা বিতর্ক' সব দূরে সরিয়ে ব্রায়ানের 'ফ্যান গার্ল' অবতারে ধরা দিলেন গায়িকা। নাচলেন বন্ধুর হাত ধরে।
ব্রায়ান অ্যাডামস কনসার্ট দেখতে এদিন সপরিবারে পৌঁছে গিয়েছিলেন রূপম ইসলামও। জয় সরকার, লোপামুদ্রা মিত্ররাও হাজির। গায়িকা বললেন, "এই বয়সে এরকম গান বাজনা! অবাক হয়ে দেখলাম। জয় সরকারকে ধন্যবাদ। এই সন্ধেটা উপহার দেওয়ার জন্য। খুব মানসিক শক্তি সঞ্চয় করে বাড়ি ফিরলাম।" কনসার্টের ভিড়ে দেখা গেল স্বস্তিকা মুখোপাধ্যায়কেও। মেয়ের সঙ্গে গিয়েছিলেন তিনি। মা-মেয়েতে দারুণ উপভোগও করলেন। এদিন মঞ্চে উঠেই কিংবদন্তী রক শিল্পী শ্রোতা অনুরাগীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন, "কাল অফিস যাওয়ার তাড়া নেই তো?" সোমবার সপ্তাহের পয়লা দিন, তাড়া থাকলেই বা! এই হাতছানি কি আর ফেরানো যায়? শুধু কি তাই, দর্শকদের সঙ্গে রসিকতা করার সুযোগও হাতছাড়া করলেন না ব্রায়ান। বললেন- "যাঁরা টি শার্ট খুলে ঘোরাবে, তাঁদের স্ক্রিনে দেখানো হবে।" ৮ ডিসেম্বর, রবিবারই কলকাতা ছুঁয়ে ভারতে অ্যাডামসের সুরেলা সফর শুরু হল। এর পর গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদে কনসার্ট করবেন তিনি। তাঁর এই মিউজিক্যাল ট্যুর শেষ হচ্ছে ১৬ ডিসেম্বর।