সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই সন্তানকে হত্যা করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন দম্পতি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রাজস্থানের ঝালাওয়ার জেলায়। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে চার জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝালাওয়া জেলার জেতাখেড়ি গ্রামের বাসিন্দা ৩৮ বছর বয়সি নাগু সিং, তাঁর স্ত্রী সন্তোষ বাই ও দুই সন্তান নিয়ে থাকত। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ পুলিশের কাছে খবর আসে ওই বাড়িতে আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেখা যায়, বাড়ির মধ্যে বিছানায় মৃত অবস্থায় পড়ে ৩ বছরের পুত্র। পাশের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলছে ৭ বছরের পুত্র যুবরাজ সিং, নাগু ও তাঁর স্ত্রীর দেহ। ৪ জনের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে ওই পরিবার আত্মহত্যা করল তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আত্মহত্যার কারণ জানতে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
তদন্তে পুলিশের অনুমান, প্রথমে ছোট ছেলে তারপর বড় ছেলের গলায় ফাঁস দিয়ে খুন করেন ওই দম্পতি, এরপর নিজেরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এদিকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। শোনা যাচ্ছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যদিও পুলিশের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।