shono
Advertisement

ক্যানসারের মারণ থাবা, মাকে হারালেন রাজদীপ

শোকাতুর অভিনেতা শেয়ার করলেন মায়ের সঙ্গে রেকর্ড করা শেষ ভিডিও।
Posted: 12:05 PM May 01, 2023Updated: 12:05 PM May 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাকে হারালেন রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতার মা দীপা গুপ্ত। গত শনিবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement

শোনা গিয়েছে, ৬-৭ মাস আগে রাজদীপের মায়ের ক্যানসার ধরা পড়ে। গত কয়েকদিনের সময়টা অভিনেতার পরিবারের কাছে খুবই কঠিন ছিল। নিরন্তর লড়াই করে গিয়েছেন দীপা গুপ্ত। কিন্তু শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে, শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

[আরও পড়ুন: আবির্ভাব সুরকার হিসেবে, কেন শেষ পর্যন্ত গায়ক হয়ে উঠলেন মান্না দে?]

মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি ফেসবুক কভার হিসেবে শেয়ার করছেন রাজদীপ। ছবিতে ছেলেকে জড়িয়ে ধরে রেখেছেন দীপা দত্ত। যেন এভাবেই মায়ের স্মৃতি সঙ্গে রেখে দিতে চান অভিনেতা।

আর ইনস্টাগ্রামে রাজদীপ শেয়ার করেন মায়ের সঙ্গে রেকর্ড করা শেষ ভিডিও। তাতে অভিনেতাকে মায়ের সঙ্গে কেক কাটতে দেখা যাচ্ছে। কেকের টুকরো নিয়ে মাকে খাইয়ে দেন অভিনেতা। দীপাদেবীও ছেলেকে খাইয়ে দিয়েছিলেন চকোলেট কেক।

[আরও পড়ুন: ‘কুছ কুছ হোতা হ্যায়…’, চঞ্চল চৌধুরীকে দেখে মুগ্ধ শ্রীলেখা, একটাই ইচ্ছে অভিনেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার