shono
Advertisement

Breaking News

দুর্ঘটনার কবলে রাজীব বন্দ্যোপাধ্যায়, মন্ত্রীর গাড়িতে ধাক্কা ম্যাটাডোরের

অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজীববাবু।
Posted: 03:28 PM Jan 03, 2021Updated: 04:00 PM Jan 03, 2021

অর্ণব আইচ: বাবুল সুপ্রিয়র পর এবার দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। রবিবার বেলার দিকে কসবায় দুর্ঘটনাগ্রস্ত হয় তাঁর গাড়ি। জানা গিয়েছে, গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ সুস্থ রয়েছেন রাজীববাবু।

Advertisement

 এদিন কসবার রাজডাঙা নবপল্লী এলাকায় উলটোদিক থেকে আসা ম্যাটাডোর ধাক্কা দেয় বনমন্ত্রীর গাড়িতে। যার জেরে সামান্য ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। তবে সুস্থ রয়েছেন রাজীববাবু। দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,  “এমনটা ঘটতেই পারে। বড় করে দেখার মতো কিছু হয়নি। কারওর কোনও ক্ষতি হয়নি। তবে গাড়িটির লুকিং গ্লাস ভেঙেছে।”

[আরও পড়ুন: ‘তৃণমূল আমাকে মারার জন্য লোক পাঠাচ্ছে’, বিজেপিতে যোগের পরই বিস্ফোরক সুনীল মণ্ডল]

উল্লেখ্য, বছরের শুরুর দিনেই দুর্ঘটনার মুখে পড়েছিল সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) কনভয়। উলটো দিক থেকে আসা বোলেরো গাড়ি ঢুকে পড়ে তাঁর কনভয়ে। মুখোমুখি দুর্ঘটনার হাত থেকে বাবুল সুপ্রিয় নিজের গাড়িটি বাঁচিয়ে নিলেও তাঁর আপ্ত সহায়কের গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। তাঁর আপ্ত সহায়ক ধর্মেন্দ্র কৌশল অল্পবিস্তর চোট পান। তাঁর ইনোভা গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে ঘাতক গাড়ির চালককে আটক করে পুলিশ। সেই ঘটনার একদিন পেরতে না পেরতেই দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী।

[আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কিছু? বাগুইআটিতে বার সিঙ্গার ‘খুনে’ ধন্দ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement