shono
Advertisement
Inheritance Law

'ইন্দিরার সম্পত্তি বাগাতে উত্তরাধিকার কর তুলে দেন রাজীব', কংগ্রেসকে তোপ মোদির

'মোদি 'অসত্যমেব জয়তে'র প্রতীক', খোঁচা কংগ্রেসের।
Posted: 04:35 PM Apr 25, 2024Updated: 05:42 PM Apr 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাধিকার কর (Inheritance Law) প্রসঙ্গে বিতর্কে কংগ্রেস-বিজেপি। মোদির অভিযোগ, কংগ্রেস নতুন করে এই কর চালু করতে চায়। যখন ইন্দিরা গান্ধী মারা যান, সেই সম্পত্তি তাঁর সন্তানকে দেওয়া হয়। কিন্তু আগে যে আইন ছিল তাতে, সেই সম্পত্তির অংশ সরকারেরও প্রাপ্য থাকত। কিন্তু রাজীব গান্ধী এই কর তুলে দিয়েছিলেন ইন্দিরার সম্পত্তি পেতে। এবার সেই করই তারা ফের চালু করতে চাইছে। প্রধানমন্ত্রীর সেই অভিযোগকেই ধূলিসাৎ করেছে কংগ্রেস। তাদের দাবি, মিথ্যে ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সত্যি থেকে মানুষের মন ঘোরাতেই এমন করছেন তিনি। শতাব্দীপ্রাচীন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, মোদি 'অসত্যমেব জয়তে'র প্রতীক।

Advertisement

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রমেশ বলেন, ''কংগ্রেস বিজেপির তৈরি করে দেওয়া পিচে ব্যাট করবে না। বেকারত্ব ও মূল্যবৃদ্ধির পিচে খেলবে।'' তাঁর কথায়, ''উনি (মোদি) চাইছেন এজেন্ডাটিকে অন্য অভিমুখে ঘুরিয়ে দিতে। প্রথমে আমাদের ইস্তেহারকে সাম্প্রদায়িক রং দিতে চাইলেন। তার পর এমন সব কথা বলতে লাগলেন, যেগুলো 'ন্যায়পত্র'-তে আদৌ নেই! উনি আমাদের ইস্তেহারেরই প্রচার করছেন। তবে ভুল প্রচার দিচ্ছেন।'' তাঁর দাবি, মোদি এখন 'আব কি বার চারশো পার' কিংবা 'মোদি কি গ্যারান্টি'র মতো স্লোগান বলছেন না। বরং মেরুকরণের নতুন ভাষায় কথা বলছেন। রমেশের মতে, ''মেরুকরণ বরাবরই তাঁর অস্ত্র। কিন্তু উনি এখন সেই ভাষা নির্লজ্জের মতো ব্যবহার করছেন মনোযোগ আকর্ষণ করতে।''

[আরও পড়ুন: ইভিএম-ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার দাবি, কমিশনের থেকে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট]

সেই সঙ্গেই জয়রাম রমেশের কথায় উঠে আসে উত্তরাধিকার কর প্রসঙ্গ। তিনি জানাচ্ছেন, ''রাজীব গান্ধী এটা তুলে দিয়েছিলেন ১৯৮৫ সালে। যদিও অরুণ জেটলি ও জয়ন্ত সিনহার মতো বিজেপি নেতারা এই করের পক্ষে ছিলেন। আসলে এই যে বলা হচ্ছে উত্তরাধিকার কর আমরা ফেরাতে চাই, সেটা মিথ্যা। আর এটাই বিজেপির এজেন্ডা।''

[আরও পড়ুন: ভোটের মাঝে ৫ কোটি টাকা চেয়ে উদয়ন গুহকে চিঠি KLO’র, তুমুল চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement