shono
Advertisement

সেন্সর বোর্ডের কোপে ‘মেন্টাল হ্যায় কেয়া’, বিক্ষোভের মুখে পড়ে নাম বদলাচ্ছে ছবির

পরিবর্তিত নাম কী হবে? The post সেন্সর বোর্ডের কোপে ‘মেন্টাল হ্যায় কেয়া’, বিক্ষোভের মুখে পড়ে নাম বদলাচ্ছে ছবির appeared first on Sangbad Pratidin.
Posted: 08:59 PM Jun 21, 2019Updated: 11:52 AM Jun 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিলে পোস্টার মুক্তির পর থেকেই একাধিকবার একাধিক বিষয়ে বিতর্কে জড়িয়েছে রাজকুমার রাও এবং কঙ্গনা রানাউত অভিনীত ‘মেন্টাল হ্যায় কেয়া’। আপত্তি উঠেছিল ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির তরফে (আইপিএস)। পোস্টার নিয়ে সেন্সর বোর্ডের দ্বারস্থ হয়েছিল আইপিএস। প্রযোজনা সংস্থার কাছে টিজার তুলে নেওয়ার আবেদনও জানানো হয়েছিল। আপত্তি উঠেছিল ছবির নাম নিয়েও। যার জেরে নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছে সেন্সর বোর্ড অফ ইন্ডিয়া। 

Advertisement

[আরও পড়ুন:  ভারত-পাক ম্যাচে বিপাকে রণবীর, ‘চুরি’র অভিযোগে পেলেন আইনি নোটিশ]

একতা কাপুর প্রযোজিত ‘মেন্টাল হ্যায় কেয়া’ কবে মুক্তি পাচ্ছে, তা নিয়ে রীতিমতো ধন্দে সিনেদর্শকরা। কারণ, বিতর্কের জেরে দু’-দু’বার পিছিয়েছে ট্রেলারের মুক্তি। অতএব, বড়পর্দায় রাজকুমার এবং কঙ্গনার কাণ্ডকারখানা দেখার জন্য আপনার অপেক্ষা  যে আরও দীর্ঘ হবে, তা বালই বাহুল্য। আইপিএস-এর অভিযোগ, একতা কাপুরের বালাজি মোশন পিকচারস প্রযোজিত এই ছবি ২০১৭-এর মেন্টাল হেলথ কেয়ার আইনের একাধিক বিষয় লঙ্ঘন করেছে। তাঁদের অভিযোগ, ছবির নামে মানসিক রোগকে খুব হীনভাবে দেখানো হয়েছে। ছবির পোস্টারে যেভাবে অভিনেতা-অভিনেত্রীকে দেখা গিয়েছে তা খুব আপত্তিজনক। এভাবে পোস্টার ডিজাইন করা একেবারেই উচিত হয়নি বলে দাবি তাঁদের। সেন্সর বোর্ড যাতে উপযুক্ত পদক্ষেপ নেয়, সেই আবেদনই জানায় তারা তাঁদের চিঠির মাধ্যমে।

[আরও পড়ুন:  সুজিত সরকারের ছবিতে এই ধূসর দাঁড়িওয়ালা বৃদ্ধকে চিনতে পারছেন?]

ছবির নাম হিসেবে ‘মেন্টাল হ্যায় কেয়া’ ভীষণ বৈষম্যমূলক। প্রথমত, মানসিক রোগকে ছোট করা হয়েছে ছবির পোস্টারে। দ্বিতীয়ত, মানসিক রোগগ্রস্ত মানুষদেরকেও হেয় করা হয়েছে। তাই কড়াভাবে ছবির নাম নিয়ে আপত্তি জানানো হয়েছিল। নাম এবং পোস্টার ছাড়া ছবির কোনও দৃশ্যতেও যদি মানসিকভাবে অসুস্থ মানুষদের অতিরঞ্জিত কিংবা বিকৃত করে দেখানো হয়, তাহলে সেই দৃশ্যটিও যেন সেন্সরের কাঁচিতে বাদ যায়, এমন দাবিও তুলেছে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি। সেই পরিপ্রেক্ষিতেই প্রযোজনা সংস্থাকে ছবির নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছে সেন্সর বোর্ড অফ ইন্ডিয়া। ‘মেন্টাল হ্যায় কেয়া’-র পরিবর্তিত নাম হতে পারে ‘সেন্টিমেন্টাল হ্যায় কেয়া’। এমনটাই জানা গিয়েছে সূত্রের খবরে। তাহলে, সত্যিই কি ছবির নাম পরিবর্তন করতে চলেছে একতা কাপুরের বালাজি ফিল্মস? উত্তরের অপেক্ষায় সিনেপ্রেমীরা।

The post সেন্সর বোর্ডের কোপে ‘মেন্টাল হ্যায় কেয়া’, বিক্ষোভের মুখে পড়ে নাম বদলাচ্ছে ছবির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement