shono
Advertisement

‘১০ টুকরো হয়ে যাবে পাকিস্তান’

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথের৷ The post ‘১০ টুকরো হয়ে যাবে পাকিস্তান’ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:59 PM Dec 11, 2016Updated: 03:29 PM Dec 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারবার ভারতে হামলা চালিয়েও বিশেষ সুবিধা করে উঠতে পারেনি পাকিস্তান৷ ভারতীয় জওয়ানরা ইসলামাবাদকে যোগ্য শিক্ষা দিয়েছে৷ ভারত কারও সামনে মাথা নত করবে না, জম্মুর কাঠুয়ায় শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই ভাষাতেই পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷

Advertisement

রবিবার রাজনাথ বলেন, “পাকিস্তানকে বুঝতে হবে, সন্ত্রাসবাদ কাপুরুষের হাতিয়ার৷ বাহাদুররা অন্তত সন্ত্রাসকে অস্ত্র হিসাবে ব্যবহার করেন না৷ পাকিস্তান কী ভেবেছে? জঙ্গিদের সাহায্য নিয়ে জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারবে?” আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর পাক রেঞ্জার্সের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধেও সরব হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ সম্মুখ সমরে ভারতকে হারানো যাবে না, এ কথা পাকিস্তান কারগিল যুদ্ধের সময়ই বুঝে গিয়েছিল৷ তাই লুকোছাপা হামলা চালানো ছাড়া তাদের কাছে আর কোনও পথ নেই, মত রাজনাথের৷ তিনি আরও বলেন, “কারগিল যুদ্ধের পরও অটলজি পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন৷ বিনিময়ে ওরা কী দিল? যুদ্ধবিরতি লঙ্ঘন!”

এদিন সরাসরি পাকিস্তানের নাম করে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ সিং বলেন, এখনও পর্যন্ত পাকিস্তান দু’টুকরো হয়েছে৷ কিন্তু নিজেদের শুধরে নিতে না পারলে  ভবিষ্যতে পাকিস্তান ১০ টুকরো হয়ে যাবে বলে এদিন কাঠুয়ায় বলেন রাজনাথ৷ তবে আজও পাকিস্তানকে ভারতের অংশ হিসাবে ভেবে প্রথমে গুলি চালাতে চায় না দেশের সেনাবাহিনী, বক্তৃতায় বলেন রাজনাথ৷ পাকিস্তান চায় ধর্মীয় বিভেদ তৈরি করে ভারতকে ভেঙে টুকরো টুকরো করতে৷ কিন্তু তাদের সেই উদ্দেশ্য কখনও সফল হবে না বলেও এদিনের সভামঞ্চ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

The post ‘১০ টুকরো হয়ে যাবে পাকিস্তান’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement