shono
Advertisement

Breaking News

আম্মাকে শেষ শ্রদ্ধা জানালেন রজনীকান্ত, শোকস্তব্ধ শিল্পীমহল

সেদিনের অভিনেত্রীকে আজও ভোলেনি শিল্পীমহল। The post আম্মাকে শেষ শ্রদ্ধা জানালেন রজনীকান্ত, শোকস্তব্ধ শিল্পীমহল appeared first on Sangbad Pratidin.
Posted: 06:12 PM Dec 06, 2016Updated: 01:11 PM Dec 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি পুরাতচি তালাইভি। অর্থাৎ বৈপ্লবিক নেত্রী। জীবনের বহু যুদ্ধে জয়লাভ করেছেন। তবে মৃত্যুর সঙ্গে শেষ যুদ্ধটা আর জিততে পারলেন না। চলে গিয়েছেন জয়ললিতা। সেই তালাইভি আম্মাকে শেষ শ্রদ্ধা জানালেন তালাইভা রজনীকান্ত।

Advertisement

জননেত্রী হওয়ার আগে তিনি তুখোড়, জনপ্রিয় অভিনেত্রী। প্রায় প্রথম ছবি থেকেই খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। একের পর এক ছবি ব্লকব্লাস্টার। সেই জনপ্রিয়তার শীর্ষে থেকেই পা রাজনীতির অঙ্গনে। তবে সেদিনের অভিনেত্রীকে আজও ভোলেনি শিল্পীমহল।

মঙ্গলবার সকালে প্রায় জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানালেন রাজনীকান্ত। জানিয়েছেন শুধু তামিলনাড়ু নয়, গোটা দেশ তাঁর সাহসী কন্যাকে হারাল। তাঁর প্রয়াণের খবর পাওয়া মাত্রই টুইটে শোকপ্রকাশ করেন অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন ধর্মেন্দ্রও। হেমামালিনীও জানিয়েছেন পুরুষদের দুনিয়ায় নিজের উদ্যোগেই তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। সারা দেশের কাছেই তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন।

টুইট করে শোকপ্রকাশ করেছেন শাহরুখ খান, প্রভুদেবা থেকে শুরু করে এ আর রহমান সকলেই।

 

The post আম্মাকে শেষ শ্রদ্ধা জানালেন রজনীকান্ত, শোকস্তব্ধ শিল্পীমহল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement