shono
Advertisement

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে তৃণমূল প্রার্থীকে সমর্থন করবে কংগ্রেস

আগামী ৩০ জুন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদের মেয়াদ শেষ হচ্ছে পিজে কুরিয়েনের৷ The post রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে তৃণমূল প্রার্থীকে সমর্থন করবে কংগ্রেস appeared first on Sangbad Pratidin.
Posted: 01:24 PM Jun 27, 2018Updated: 01:54 PM Jun 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য লোকসভা৷ ২০১৯-এর নির্বাচনে বিজেপিকে হারাতে এবার তৃণমূলের সঙ্গে সমঝোতার হাত বাড়াল জাতীয় কংগ্রেস৷ বিরোধী জোটের অন্যতম প্রধান চালিকা শক্তি তৃণমূলকে পাশে পাতে রাজ্যসভার গুরুত্বপূর্ণ আসন ছাড়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচনে তৃণমূলের জন্য আসন ছাড়ার প্রস্তাব দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ জানানো হয়েছে, তৃণমূল প্রার্থী সুখেন্দুশেখর রায়ের বিরুদ্ধে কংগ্রেসের তরফে বিকল্প কোনও প্রার্থী দাঁড় করানো হবে না৷ প্রয়োজনে তৃণমূল প্রার্থীকে সমর্থন করবে কংগ্রেস৷

Advertisement

[যাত্রী অসন্তোষ ঠেকাতে মাসে দু’বার ধোয়া হবে রেলের অপরিচ্ছন্ন কম্বল]

আগামী ৩০ জুন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদের মেয়াদ শেষ হচ্ছে পিজে কুরিয়েনের৷ ৩০ জুনের পর এই পদের জন্য নির্বাচন হওয়ার কথা৷ সব ঠিকঠাক থাকলে ১৯৯২ সালের পর এই প্রথম নির্বাচন হতে চলেছে৷ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদ নিজেদের দখলে আনার লক্ষ্যে ইতিমধ্যেই সংসদের মধ্যেই সমর্থন আদায়ের কাজ শুরু করে দিয়েছে তৃণমূল৷ ইতিমধ্যেই প্রার্থীর নামও চূড়ান্ত হওয়ার পর রাজ্যসভায় নিজেদের জয় নিশ্চিত করতে অঙ্ক কষতে শুরু করেছে ঘাস-ফুল শিবির৷

[উবের-এর শেয়ার ক্যাবে ভয়াবহ অভিজ্ঞতা, আতঙ্কে মহিলা সাংবাদিক]

রাজ্যসভার মোট ২৪৫ সদস্যের মধ্যে ডেপুটি চেয়ারম্যানের পদে জয় পেতে হলে তৃণমূলের প্রযোজন ১২২ সদস্যের সমর্থন৷ এই মুহূর্তে রাজ্যসভায় বেশ ভালই শক্তি রয়েছে বিরোধীদের৷ মোট ১১৭ রাজ্যসভার সাংসদ এখন মোদি বিরোধী আসন রয়েছেন৷ বিজেপির হাতে রয়েছে মাত্র ৬৯টি ভোট৷ এনডিএ শিবিরে মোট সদস্য সংখ্যা ১১৫ জন৷ ফলে, সংখ্যার নিরিখে বিরোধী শিবির এগিয়ে থাকলেও ১১৭ জন সদস্য সবাই তৃণমূলকে সমর্থন করবে তা নাও হতে পারে৷ মূলত এই আশঙ্কার কথা ভেবেই তৃণমূলের তরফে কংগ্রেস-সহ স্থানীয় রাজনৈতিক দলগুলির সাহায্য চাইতেই হবে৷ ফলে, বিজু জনতা দল ও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিj মোট ১২ সাংসদের ভোট ও ওয়াইএসআর কংগ্রেসের দুই সাংসদের ভোটও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন ঘোষণা কংগ্রেসের তরফে তৃণমূলকে সমর্থনের প্রস্তাবের খবরে দেশের রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে নয়া জল্পনা৷

The post রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে তৃণমূল প্রার্থীকে সমর্থন করবে কংগ্রেস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার