shono
Advertisement

‘বড্ড বিরক্তিকর!’উরফি জাভেদের আজব পোশাকের সমালোচনায় রণবীর কাপুর

রণবীর মনে করেন উরফির ফ্যাশন একেবারেই পাতে দেওয়ার মতো নয়।
Posted: 04:50 PM Mar 18, 2023Updated: 04:50 PM Mar 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় উরফির ফলোয়ার সংখ্য়া টেক্কা দিতে পারে যেকোনও বলিউড স্টারকে। রণবীর সিংয়ের কাছে উরফি এই মুহূর্তের ফ্য়াশন আইকন। করণ জোহর মনে করেন উরফি ট্রেন্ড তৈরি করেন। তবে রণবীর কাপুরের কিন্তু উরফিকে একেবারেই পছন্দ নয়। রণবীর মনে করেন উরফির ফ্যাশন একেবারেই পাতে দেওয়ার মতো নয়।

Advertisement

সম্প্রতি করিনা কাপুরের রেডিও শোয়ে হাজির হয়েছিলেন রণবীর। সেখানেই ফ্যাশন নিয়ে কথা উঠতে উরফি জাভেদের প্রসঙ্গ ওঠে। সেখানেই রণবীর জানান, উরফি যে ধরনের ফ্যাশন মেনে চলেন তা আমার খুব একটা পছন্দ নয়। তবে এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত।

[আরও পড়ুন:  বুকের ওপর শুধুই জমকালো ফিতে! উরফির ছবি দেখে বিয়ের প্রস্তাব নেটিজেনদের]

প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘সাওয়ারিয়া’। এই ছবিতেই অভিনেতা হিসেবে বলিউডে সফর শুরু করেন রণবীর। কখনও তিনি ‘রকস্টার’ হয়ে সাফল্য পেয়েছেন, কখনও ‘তামাশা’ করে ব্যর্থ হয়েছেন। তবে এখন রণবীরের সময় ভালই যাচ্ছে। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১ শিবা’ও হিট হয়েছে। স্ত্রী আলিয়া ও মেয়ে রাহাও এসেছে জীবনে। তাহলে এখন কেন কেরিয়ারে বিরতি চান অভিনেতা?

না এর কারণ ছোট্ট রাহা নয়। কাজ সামলেও তাকে ভালভাবেই দেখভাল করেন রণবীর-আলিয়া। তবে? এক সাক্ষাৎকারে রণবীর জানান, ‘অ্যানিম্যাল’ সিনেমার পর তিনি আর কোনও নতুন কাজ নিতে চান না। কয়েকদিনের বিরতি নিয়ে পেশগত জীবনে নিজের অবস্থান দেখতে চান। তারপর বুঝেশুনে ভবিষ্যতের দিকে পা বাড়াতে চান।

[আরও পড়ুন:  সাইবার নিরাপত্তা ভাঙার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement