সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশ সালে শাহরুখ খানের বৃহস্পতি তুঙ্গে। ‘জওয়ান’, ‘পাঠান’-এর মতো একের পর এক হিট সিনেমা দিয়ে বলিউডের বক্স অফিসে রেকর্ড গড়েছেন। দেশে তো বটেই, এমনকী বিদেশের মাটিতেও কিং খানের ছবি এবছর এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি সিনেমার তকমা বাগিয়ে নিয়েছে। সলমন খানের ‘টাইগার ৩’ প্রত্যাশা বাড়ালেও সেই রেকর্ড ছুঁতে পারেনি। ৫০০ কোটি পেরিয়েই সলমন খানের দৌড়ের গতি স্লথ হয়েছে। তবে এবার একেবারে হাতে ২০ কোটি টাকা নিয়েই ময়দানে নামছেন ‘অ্যানিম্যাল’ (Animal) রণবীর কাপুর।
ইতিমধ্যেই ‘অ্যানিম্যাল’-এর সাড়ে ৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। স্যাকনিক ডট কম-এর রিপোর্ট অনুযায়ী, হিন্দি বেল্টে রণবীরের (Ranbir Kapoor) ছবি অগ্রীম বুকিংয়ে একেবারে ঝড় তুলে দিয়েছে। ৫ লক্ষ ৭৫ হাজারের উপর টিকিট বুক হয়েছে। অন্যদিকে তেলুগু শোয়ের ক্ষেত্রে টিকিট বিক্রির হিসেব ১ লক্ষ ৬৩ হাজার। সবমিলিয়ে রিলিজের আগেই ২০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘অ্যানিম্যাল’। প্রসঙ্গত, অগ্রিম বুকিংয়ে কত কোটি টাকার ব্যবসা করল ‘অ্যানিম্যাল’? জানলে অবাক হবেন! বুকিংয়ের ক্ষেত্রে শাহরুখ খানের ‘পাঠান’-এর তুলনায় ‘জওয়ান’ দারুণ ব্যবসা করেছিল। মুক্তির আগে ২০ কোটি টাকা আয় করেছিল। অতঃপর অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর ব্যবসার গ্রাফও কিং খানের ‘জওয়ান’-এর মতোই। এবার প্রশ্ন, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমা অ্যাটলি কুমারের মতো ঝড় তুলতে পারবে কিনা?
[আরও পড়ুন: হাসপাতালে শুভশ্রী, রাজের সঙ্গে আদুরে ছবি দেখে ‘সুখবরের’ অপেক্ষায় শ্রাবন্তী]
সিনে বাণিজ্য বিশ্লেষকমহলের ভবিষ্যদ্বাণী, রিলিজের পয়লা দিনেই ‘অ্যানিম্যাল’ গোটা বিশ্বের বক্স অফিসে ১০০ কোটি হাঁকাতে পারে! অন্তত অগ্রীম বুকিংয়ের ঝড়, সেদিকেই ইঙ্গিত করছে। ‘অ্যানিম্যাল’ প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে এই সেরার সেরা রেকর্ডের মালিক ছিলেন শাহরুখ খান। তাঁর ‘জওয়ান’ আমেরিকার মোট ৮৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। আন্তর্জাতিক ময়দানে রণবীর-প্রেমিকের সংখ্যা কিং খানের মতো নাহলেও ‘অ্যানিম্যাল’-এর রোমহর্ষক, রোমাঞ্চকর অ্যাকশনের দৃশ্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই সর্বত্র হইচই পড়ে গিয়েছে। উল্লেখ্য অগ্রীম বুকিংয়ের নীরিখে কিন্তু ‘টাইগার’ ভাইজান এক্ষেত্রে অনেক পিছিয়ে। এবার প্রশ্ন, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ কি ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ভাঙবে?