shono
Advertisement
Ranbir Kapoor

মোদির সঙ্গে কী কথা হল রণবীর, আলিয়া, করিনার? প্রকাশ্যে এল ভিডিও

টেনশনে নাকি সবটা গুলিয়ে যাচ্ছিল রণবীর, আলিয়া, করিনাদের।
Published By: Akash MisraPosted: 09:37 AM Dec 12, 2024Updated: 09:59 AM Dec 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। বুকের ভিতর দুরু দুরু গোটা কাপুর পরিবারের। টেনশনে নাকি সবটা গুলিয়ে যাচ্ছিল রণবীর, আলিয়া, করিনাদের। তবে যেই না মোদির এলেন সামনে, দুম করেই টেনশনে ভরা পরিস্থিতি বদলে গেল ঘরোয়া আড্ডায়। হ্যাঁ, এমনটাই ঘটল মঙ্গলবার। আর সেই সাক্ষাতেরই ভিডিও এখন ঘুরছে সোশাল মিডিয়ায়।

Advertisement

১৪ ডিসেম্বর ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক রাজ কাপুরের জন্ম শতবর্ষ পূর্তি। সেই উপলক্ষেই নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল। আর এই উৎসবেই আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, রণবীর কাপুর, করিনা কাপুর খান, নীতু কাপুর, আলিয়া ভাট, সইফ আলি খানরা।

সোশাল মিডিয়ায় ঋষি কাপুরকন্যা রিধিমা একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, কাপুর ফ্যামিলির সঙ্গে খোশ গল্পে মজে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর আড্ডার বিষয় যোগাসন। নরেন্দ্র মোদিকে রিধিমা জানিয়েছে, তিনি, করিনা, করিশ্মা এবং নীতু কাপুর নিয়মিত যোগাসন করেন। কাপুর ফ্যামিলির মহিলাদের মুখে একথা শুনে বেশ আপ্লুত প্রধানমন্ত্রী।

অন্যদিকে, রণবীর জানিয়েছেন, ''মোদিজি খুবই আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন আমাদের সঙ্গে। কিন্তু আমরা ভিতর থেকে খুব ভয়ে ভয়ে ছিলাম। তবে অল্প সময়ের মধ্যেই আমরা স্বচ্ছন্দ বোধ করি। অসংখ্য ধন্যবাদ মোদিজিকে।”

করিনার কথায়, ''প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়াটা আমার স্বপ্ন ছিল। যা সত্য়ি হল। দারুণ অভিজ্ঞতা। মনে হল আপনজনের সঙ্গে কথা বলছি।''

আলাপচারিতা সেরে জেহ-তৈমুরের জন্য সইফ-করিনার (Kareena Kapoor-Saif Ali Khan) হাতে বিশেষ উপহার তুলে দিলেন মোদি। প্রধানমন্ত্রীর তরফে দুই ছেলের জন্য উপহার পেয়ে আহ্লাদে আটখানা বেবো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধানমন্ত্রীর তরফে দুই ছেলের জন্য উপহার পেয়ে আহ্লাদে আটখানা বেবো।
  • কাপুর ফ্যামিলির মহিলাদের মুখে একথা শুনে বেশ আপ্লুত প্রধানমন্ত্রী।
Advertisement