shono
Advertisement

এবার গারদের ওপারে যাচ্ছেন রণবীর কাপুর!

রণবীরকে কেন যেতে হচ্ছে জেলে? The post এবার গারদের ওপারে যাচ্ছেন রণবীর কাপুর! appeared first on Sangbad Pratidin.
Posted: 01:28 PM Mar 09, 2017Updated: 07:58 AM Mar 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদা ছিলেন স্টারকিড। এখন বলিপাড়ার চকোলেট হিরো। প্রেমের দুর্বিপাকে কিছুটা হয়তো পিছিয়ে পড়েছিলেন কেরিয়ারে। কিন্তু ফ্যানদের মতো, বলিউডেরও প্রায় প্রত্যেকেরই কাছে প্রিয় রণবীর কাপুর। সেই রণবীরকে কেন যেতে হচ্ছে জেলে?

Advertisement

চিনা বাজার রুখতে এবার স্মার্টফোন আনছেন সলমন খান

এ খবর শুনে অনেকেই চমকে উঠেছিলেন। এর আগে দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরেই সরগরম থেকেছে বলিপাড়া। রাগের মাথায় এক ক্যামেরাম্যানের সঙ্গে ঝামেলাতেও জড়িয়ে পড়েছিলেন। কিন্তু কখনও এমন কোনও বিবাদে জড়াননি যাতে তাঁকে জেলে যেতে হতে পারে। এর আগে সলমন খান, সঞ্জয় দত্তর মতো বলি অভিনেতারা জেলে রাত কাটিয়েছেন। আর এই সঞ্জয়ের জন্যই জেলে যেতে হচ্ছে রণবীরকে। কেন? আসলে সঞ্জয় দত্তর বায়োপিকে অভিনয় করছেন রণবীর। এদিকে যুবা বয়সেই বেআইনি অস্ত্র রাখার মামলায় জেলে যেতে হয়েছিল সঞ্জয়কে। সে কারণে জেলে যেতে হচ্ছে রণবীরকেও। তবে শুধুই বানানো সেটের ওপারে নয়। জেলের অভিজ্ঞতা পেতে সত্যি সত্যিই হাজতবাস করবেন তিনি। যাতে অভিনয় কখনও অভিনয় বলে মনে না হয়। অভিনয়কে বাস্তব করে তুলতেই এ কাজ রণবীরের।

‘পৃথিবীর সব মেয়েরা পুরুষদের সানির মতো আনন্দ দিক’

তবে এ কাজে রণবীরই যে একমাত্র ছক ভাঙা পথে হেঁটেছেন এমনটা নয়। মেথড অ্যাকটিংয়ের এই নমুনা রেখেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকিও। বদলাপুর ছবির শুটিংয়ের আগে জেলে রাত কাটিয়েই অভিজ্ঞতা অর্জন করেছিলেন নওয়াজ। অভিনেতা হিসেবে সেই একই পথে হাঁটতে চলেছেন রণবীর।

‘মহিলাদের কতটা ক্লিভেজ দেখানো ভাল?’

The post এবার গারদের ওপারে যাচ্ছেন রণবীর কাপুর! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement