সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ মার্চ অর্থাৎ রবিবার জন্মদিন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji)। এদিন ৪২ বছরে পা দিলেন তিনি। আর সেদিনই নিজের নতুন সিনেমার নামও ঘোষণা করলেন রানি। ‘মর্দানি ২’-এর পর এবার তাঁকে দেখা যাবে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs. Chatterjee vs Norway) সিনেমায়। ইনস্টাগ্রাম পোস্টে একথা জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা Yash Raj Films। সিনেমার চিত্রনাট্য এখনও প্রকাশ্যে না এলেও, কানাঘুষো খবর, একটি সত্য ঘটনা অবলম্বনেই সিনেমাটি তৈরি হচ্ছে।
‘মর্দানি ২’ সিনেমায় মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল রানিকে। সিনেমায় তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসাও অর্জন করেছিল। এবার ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় রানিকে দেখা যাবে এমন এক মহিলার চরিত্রে, যিনি কি না নিজের সন্তানের জন্য গোটা একটি দেশের সঙ্গে লড়াই করবেন। যদিও সিনেমাটির শুটিং এখনও শুরু হয়নি। তবে খুব শীঘ্রই তা শুরু করবেন পরিচালক অসীমা ছিব্বার। এই প্রথম Emmay Entertainment এবং Zee Studios সংস্থার সঙ্গে কাজ করবেন রানি।
[আরও পড়ুন: ‘আমার লোভের ধরন আলাদা’, কেন একথা বললেন জাতীয় পুরস্কারজয়ী অনন্যা?]
এদিন জন্মদিন উপলক্ষে ভক্তদের সঙ্গে Yash Raj Films-এর ইনস্টাগ্রাম পেজের লাইভ অনুষ্ঠানে কথাও বলেন রানি। সেখানে বার্থ ডে গার্লকে বলতে শোনা যায়, “এর থেকে ভালভাবে জন্মদিন সেলিব্রেট করা যেত না। সিনেমা জগতে আমার ২৫ বছরের কেরিয়ারে এটাই মনে হয় আমার অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা হতে চলেছে। ‘রাজা কি আয়েগি বারাত’ সিনেমা দিয়ে আমার বলিউডে ইনিংস শুরু হয়েছিল। ওই সিনেমাটিও মহিলাকেন্দ্রিক ছিল। তাৎপর্যপূর্ণভাবে বলিউডে ২৫ বছর পূর্ণ করার বছরে সেরকমই একটি সিনেমায় অভিনয় করব।”