shono
Advertisement

অলরাউন্ড পারফরম্যান্স করে দাপট দেখাচ্ছেন শামির ভাই কাইফ, বাংলার কাঁটা নীতীশ

জয়ের মুখ দেখবে বাংলা?
Posted: 05:09 PM Jan 14, 2024Updated: 05:09 PM Jan 14, 2024

উত্তরপ্রদেশ, প্রথম ইনিংস: ৬০ (নীতীশ রানা ১১, কাইফ ৪/১৪, সূর্য ৩/২০, ঈশান ২/২৪)
বাংলা, প্রথম ইনিংস: ১৮৮ (কাইফ ৪৫*, শ্রেয়াংস ৪১, ভুবনেশ্বর কুমার ৮/৪১)
উত্তরপ্রদেশ, দ্বিতীয় ইনিংস: ১৭৮/৪ (সমর্থ ৫৪, আরিয়ান ৪২, নীতীশ রানা ৪৭*, আকাশ ১১*, কাইফ ৩/৭২, সূর্য ১/৩০)
উত্তরপ্রদেশ রানে এগিয়ে ৫০ রানে

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার মন্দ আলো বাদ সাধল। দিনের শেষটা অবশ্য বাংলার জন্য খুব খারাপ গেল না। চলতি রনজি ট্রফিতে (Ranji Trophy 2023-24) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিরুদ্ধে দ্রুত উইকেট হারিয়েছিল বাংলা (Bengal)। মাঝের দিকে ইনিংস গড়েন মহম্মদ কইফ (Mohammed kaif) এবং সূর্য সিন্ধু জয়সয়াল। তাঁরা না থাকলে প্রথম ইনিংসে ১২৮ রানের লিড নিতে পারত না বাংলা। দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৪৬ রান তুলে নেয় উত্তরপ্রদেশ। ফলে চাপে ছিল মনোজ তিওয়ারির (Manoj Tiwary) দল।

তবে তৃতীয় দিন যতটুকু খেলা হল, তাতে বিপক্ষকে চাপেই রাখল বঙ্গ ব্রিগেড। সৌজন্যে সেই মহম্মদ কাইফের আগুনে পেস বোলিং। যদিও দিনের শেষে ক্রিজে ৪৭ রানে অপরাজিত থেকে বাংলার চিন্তা বাড়াচ্ছেন নীতীশ রানা (Nitish Rana)। কারণ ৪ উইকেট হারালেও, উত্তর প্রদেশের রান ১৭৮। লিড আপাতত ৫০ রানের।

[আরও পড়ুন: ডার্বির আগে স্বস্তি, শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে হায়দরাবাদকে হারাল মোহনবাগান]

প্রথম দুই দিনের পর তৃতীয় দিনও কুয়াশার কারণে ঠিক সময়ে খেলা শুরু করা যায়নি। উত্তর প্রদেশের রান বিনা উইকেটে ৪৬। দ্বিতীয় দিনের শেষে বাংলা এগিয়ে ছিল ৮২ রানে। তবে বাকিটা সময় কিন্তু উত্তরপ্রদেশ দাপট দেখাতে পারল না। ফলে বেশ বোঝা যাচ্ছে বাংলা এখন ম্যাচ জেতার জায়গায় রয়েছে।

দুই ওপেনার সমর্থ সিং ও আরিয়ান জুয়াল প্রথম উইকেটে ৯৯ রান যোগ করে দেন। দ্রুত গতিতেই রান তুলছিলেন দুজন। সমর্থকে (৫৪) ফিরিয়ে উত্তর প্রদেশকে প্রথম ধাক্কা দেন মহম্মদ শামির ভাই। আর এক ওপেনার আইয়ানকেও (৪২) আউট করেন কাইফ। এমনকি প্রিয়ম গর্গকেও সাজঘরের পথ দেখান সবেমাত্র দ্বিতীয় রনজি ম্যাচ খেলা এই বোলার। অবশ্য পিছিয়ে ছিলেন না নবাগত জোরে বোলার সূর্য। প্রথম ইনিংসে ২০ রানে ৩ উইকেট নেওয়ার পর এবার দ্বিতীয় ইনিংসে নিলেন ৩০ রানে ১ উইকেট। কাইফ নিলেন ৭২ রানে ৩ উইকেট।

যদিও বাংলার কাঁটা হয়ে ক্রিজে টিকে রয়েছেন বিপক্ষের অধিনায়ক নীতীশ রানা। দিনের শেষে ৪৩ বলে ৪৭ রানে ক্রিজে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা। মারমুখী ইনিংসে রয়েছে ৫টি চার ও ২টি ছক্কা। ফলে ৫০ রানে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। এমন প্রেক্ষাপটে শেষ দিনে নীতীশ ও বাকি ব্যাটারদের দ্রুত সাজঘরে না ফেরালে বাংলার কাজ আরও কঠিন হয়ে যাবে।

[আরও পড়ুন: দেখা না হলেও বন্ধুত্ব অটুট! অস্ট্রেলিয়ান ওপেনের আগে জোকারকে শুভেচ্ছা জানিয়ে কী বললেন বিরাট?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement