shono
Advertisement

Breaking News

কোন কম্বিনেশনে হনুমা বিহারিদের বিরুদ্ধে রনজি অভিযানে নামবে লক্ষ্মী-মনোজের বাংলা?

মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারের মতো সিনিয়ররা জ্বলে উঠতে পারবেন?
Posted: 08:55 PM Jan 04, 2024Updated: 10:27 AM Jan 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি (Syed Mustaq Ali) ও বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) না জেতার হতাশা এখন অতীত। বরং ইতিবাচক মানসিকতা নিয়েই রনজি ট্রফি (Ranji Trophy 2023-24) অভিযান শুরু করছে বাংলা (Bengal)। প্রথম প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। একে ভাইজ্যাগের স্টেডিয়ামে বাংলার বিপক্ষে হনুমা বিহারি (Hanuma Vihari)-রিকি ভুঁইদের (Ricky Bhui) মতো ক্রিকেটার রয়েছেন।

Advertisement

এদিকে রনজি ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ ও মুকেশ কুমারের সার্ভিস পাবে না বঙ্গ ব্রিগেড। তবে তাতে কি! শোনা যাচ্ছে একাধিক তরুণের উপর বাজি ধরে বাইশ গজের যুদ্ধে নামতে চলেছেন অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary)-লক্ষী রতন শুক্লা (LaxmiRatan Shukla)। সবকিছু ঠিকঠাক থাকলে দুই তরুণ ওপেনার শ্রেয়াংশ ঘোষ, সৌরভ পালের সঙ্গে মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফের অভিষেক ঘটতে পারে।

[আরও পড়ুন: ক্রিকেটীয় স্পিরিট মেনে ডিন এলগারকে সম্মান জানাল রোহিত-বিরাটের টিম ইন্ডিয়া]

সংবাদ প্রতিদিন.ইন-কে টেলিফোনে লক্ষ্মী বলেন, “পিচ যে একেবারে গ্রিনটপ সেটা বলব না। তবুও সকালের দিকে পিচ দেখার পর প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” প্রশ্ন ছিল শ্রেয়াংশ ঘোষ, সৌরভ পালের কি অভিষেক ঘটতে পারে? বঙ্গ হেড কোচ যোগ করলেন, “ওদের তো ওপেন করানোর জন্যই দলে নেওয়া হয়েছে। আশাকরি সব ঠিক থাকলে ওদের অভিষেক ঘটবে।”

এদিকে বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফরম্যান্স করেছিলেন মহম্মদ শামির ভাই। শোনা যাচ্ছে তাঁরও অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। দুই স্পিনার হিসাবে প্রদীপ্ত প্রামাণিক ও করণ লালকে দেখা যায় কিনা সেই দিকেও থাকবে নজর। কারণ দুই ক্রিকেটারের ব্যাটের হাত বেশ ভালো। এদিকে পঞ্চম বোলার ঈশান পোড়েল ও স্পিনার প্রয়াস রায় বর্মনের মধ্যে কে সুযোগ পাবেন সেটা নিয়ে চলছে জোর চর্চা।

রনজি ট্রফিতে ধারাবাহিকতার নিরিখে বাংলার সাম্প্রতিক রেকর্ড ঈর্ষণীয়। ২০১৯-২০ মরশুমের পর ২০২২-২৩ মরশুমেও ফাইনাল খেলেছে বঙ্গব্রিগেড। তবে ট্রফি জেতা যায়নি। দু’বারই সৌরাষ্ট্রের কাছে হারতে হয়েছে। এবার কি মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারের মতো সিনিয়ররা জ্বলে উঠতে পারবেন? সেটাই দেখার।

[আরও পড়ুন: ধোনিকে ছুঁয়ে ইতিহাস গড়লেও খুশি নন রোহিত! কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement