shono
Advertisement
Ranojoy Bishnu

উড়ো ফোনে হুমকি, বিপাকে রণজয় বিষ্ণু! অভিনেতার সঙ্গে কী ঘটল?

সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন রণজয়।
Published By: Akash MisraPosted: 07:25 PM Jul 09, 2024Updated: 07:28 PM Jul 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব অল্পের জন্য বেঁচে গেলেন টলিপাড়ার অভিনেতা রণজয় বিষ্ণু। বড়সড় ক্ষতির মুখে পড়তে পারতেন রণজয়। তবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এ যাত্রায় বেঁচে গিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে তাই সবার সঙ্গে শেয়ার করলেন সেই তিক্ত অভিজ্ঞতা। সতর্ক করলেন সাধারণ মানুষকে।

Advertisement

তা ঠিক কী ঘটেছে রণজয়ের সঙ্গে?

[আরও পড়ুন: আম্বানিদের অনুষ্ঠানে সলমনের গায়ে হলুদ! এবার বিয়ের পালা? উচ্ছ্বসিত অনুরাগীরা ]

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে রণজয় জানালেন, ''মুম্বই থেকে হঠাৎই আমার কাছে একটা ফোন আসে। আমাকে বলা হয়, আমার নামে একটা পার্সেল রয়েছে। যার মধ্য়ে বেশ কয়েকটি পাসপোর্ট, মাদক এবং কয়েকটি ল্যাপটপ রয়েছে। আমি যখন জানাই, ওই পার্সেল আমার নয়। তখন আমাকে মুম্বই পুলিশের অন্ধেরি থানার সঙ্গে ফোনে যোগাযোগ করানো হয়। আমি বুঝতেই পেরেছিলাম, কিছু গণ্ডগোল রয়েছে। একেবারে পাকা অভিনেতার মতো, মুম্বই পুলিশের অফিসার সেজে আমাকে বলা হয়, যদি এখনই নির্দিষ্ট একটি অ্য়াপ ডাউনলোড করে ভিডিও কনফারেন্সে কথা না বলেন, তাহলে মস্ত বড় বিপদ হবে। আমার কাছে স্পষ্ট হয়ে যায়, এটা একটা স্ক্য়াম। তাই ঝটপট ফোন রেখে দিই। উপযুক্ত জায়গায় অভিযোগও জানিয়েছি।''

এই ভিডিওতে রণজয় আরও জানান, ''সবাইকে ঘটনাটি জানানোর জন্য এই ভিডিওটা করলাম। সবাই এরকম ধরনের ফোন থেকে সতর্ক থাকুন।''

[আরও পড়ুন: ঋদ্ধি-সুরঙ্গনার ঠোঁটঠাসা চুমু, টাইমস স্কোয়্যারে ভালোবাসার জোয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে যাত্রায় বেঁচে গিয়েছেন তিনি।
  • তাই ঝটপট ফোন রেখে দিই। উপযুক্ত জায়গায় অভিযোগও জানিয়েছি।''
Advertisement