shono
Advertisement
Ranveer Allahbadia

'প্রচণ্ড নোংরা মানসিকতার প্রতিফলন', প্রবল তিরস্কারের পরেও রণবীরকে রক্ষাকবচ সুপ্রিম কোর্টের

বাকস্বাধীনতা থাকলেও সমাজবিরোধী মন্তব্য করার লাইসেন্স মেলে না, সাফ জানিয়েছে শীর্ষ আদালত।
Published By: Anwesha AdhikaryPosted: 11:52 AM Feb 18, 2025Updated: 12:20 PM Feb 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভীষণ নোংরা মানসিকতার প্রতিফলন হয়েছে রণবীর এলাহাবাদিয়ার মন্তব্যে। জনপ্রিয় ইউটিউবারের আবেদনের শুনানি চলাকালীন এই কথাই বলল সুপ্রিম কোর্ট। বাকস্বাধীনতা থাকলেও সমাজবিরোধী মন্তব্য করার লাইসেন্স মেলে না, সাফ জানিয়েছে শীর্ষ আদালত। তবে প্রবল তিরস্কার করলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, রণবীরের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করতে পারবে না পুলিশ। 

Advertisement

‘বাবা-মায়ের যৌনতা দেখবে?’ ইউটিউবার, পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার এহেন মন্তব্যে তোলপাড় দেশ। নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে, যেখান থেকে উত্থান রণবীরের। অসম থেকে মহারাষ্ট্র, দেশের একাধিক থানায় দায়ের হয়েছে এফআইআর। আর সেই অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিয়ার বাইসেপস। দেশজুড়ে দায়ের হওয়া যাবতীয় অভিযোগের বিচার যেন একসঙ্গে হয় এবং গ্রেপ্তারি এড়াতে যেন আগাম জামিন দেওয়া হয়- শীর্ষ আদালতের কাছে এই আবেদন জানিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার।

মঙ্গলবার তাঁর আবেদনের শুনানি শুরু হয় বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের এজলাসে। প্রথম থেকেই শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় বিয়ারবাইসেপসকে। বিচারপতি কান্ত বলেন, "রণবীরের মানসিকতা, চিন্তাভাবনা অত্য়ন্ত নোংরা। সেটারই প্রকাশ ঘটেছে তাঁর কথায়। নিজের বাবা-মায়েরও বিপুল সম্মানহানি করেছেন তিনি। জনপ্রিয় হলেই যা খুশি বলা যায় সমাজের তোয়াক্কা না করে-এমনটা মোটেই ভাবা যায় না। যে ভাষায় কথা বলা হয়েছে, তাতে গোটা সমাজ লজ্জিত।" এমন ভাষা প্রয়োগ করা ব্যক্তির কথা আদালত শুনবে কেন, সেই প্রশ্নও তোলেন দুই বিচারপতি। 

তবে প্রবল তিরস্কার করলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, রণবীরকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। এরপর থেকে দেশের কোনও প্রান্তের পুলিশ নতুন করে এফআইআর দায়ের করতে পারবে না রণবীরের বিরুদ্ধে। যেভাবে প্রাণনাশের হুমকি পাচ্ছেন জনপ্রিয় ইউটিউবার, সেই ঘটনার নিন্দাও করেছে শীর্ষ আদালত। তবে বিচারকদের কথায়, রণবীর যেভাবে নোংরা মন্তব্য করে জনপ্রিয় হতে চাইছেন ঠিক সেভাবেই তাঁকে হুমকি দিয়েও বিখ্যাত হতে চাইছেন কেউ কেউ। তবে প্রাণনাশের হুমকি থেকে সুরক্ষা চেয়ে পুলিশের দ্বারস্থ হতে পারেন রণবীর, অনুমতি শীর্ষ আদালতের।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশজুড়ে দায়ের হওয়া যাবতীয় অভিযোগের বিচার যেন একসঙ্গে হয় এবং গ্রেপ্তারি এড়াতে যেন আগাম জামিন দেওয়া হয়- শীর্ষ আদালতের কাছে এই আবেদন জানিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার।
  • মঙ্গলবার তাঁর আবেদনের শুনানি শুরু হয় বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের এজলাসে। প্রথম থেকেই শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় বিয়ারবাইসেপসকে।
  • দেশের কোনও প্রান্তের পুলিশ নতুন করে এফআইআর দায়ের করতে পারবে না রণবীরের বিরুদ্ধে। যেভাবে প্রাণনাশের হুমকি পাচ্ছেন জনপ্রিয় ইউটিউবার, সেই ঘটনার নিন্দাও করেছে শীর্ষ আদালত।
Advertisement