shono
Advertisement

বিলাসবহুল বাংলোয় খুন! রণবীর-আলিয়ার সঙ্গে যোগসূত্র কোথায় জানেন?

ঠিক কী ঘটেছে?
Posted: 05:36 PM Nov 29, 2023Updated: 05:36 PM Nov 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহরের ফ্রেমে এই বিলাসবহুল প্রাসাদোপম বাড়িতেই রোম্যান্স করেছিলেন রণবীর-আলিয়া। আর সেখানেই কিনা শুট আউটে খুন! রকি-রানির শুটিং স্পটে এহেন ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল।

Advertisement

‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে ‘রানধাওয়া প্যারাডাইস’ হিসেবে যে ধবধবে সাদা রঙের বাংলাটিকে দেখানো হয়েছিল, সেই প্রাসাদোপম বাড়িটি আদতে গ্রেটার নয়ডার সেক্টর ওয়ানে। আসল নাম গৌর মালবেরি ম্যানসন। সিনেমার সিংহভাগ দৃশ্যে এই বাংলোটিকে দেখা গিয়েছে। সেখানেই সম্প্রতি এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল।

[আরও পড়ুন: ‘জওয়ান-পাঠান টলিউডে হলে কেউ দেখবে না!’, বাঙালি দর্শকদের নিয়ে কী মত পরমব্রতর?]

৫৫ বছরের এক প্রৌঢ়কে গুলি করে খুন করা হয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, সোমবার সেই বাংলো এক বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। অশোক এবং শেখর নামে দুই ব্যক্তির মধ্যে তুমুল ঝামেলা বাঁধে। সম্পর্কে তাঁরা একে অপরের বেয়াই। ছেলেমেয়ের দাম্পত্য সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। তর্কাতর্কির মাঝেই এদিন মেয়ের বাবা শেখর তাঁর বেয়াই অশোককে গুলি করেন। তখন রাত সাড়ে ৯টা। দুবার শেখর তাঁর ব্যক্তিগত লাইসেন্সড রিভলবার থেকে অশোকের মাথায় গুলি করেন। এরপরই সেখান থেকে পালিয়ে যান।

[আরও পড়ুন: বাংলাদেশে পকেটমারির শিকার জীতু কমল, দেশে ফেরার আগে মহাফাঁপড়ে অভিনেতা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement