shono
Advertisement
Ranya Rao

সাদা পাতায় স্বাক্ষরে 'চাপ', দিচ্ছে না খাবারও! জেলযন্ত্রণায় বিধ্বস্ত সোনাপাচারে ধৃত কন্নড় অভিনেত্রী

তাঁকে চড়-থাপ্পড় মারা হয় বলেও অভিযোগ রানিয়া রাওয়ের।
Published By: Sayani SenPosted: 04:25 PM Mar 15, 2025Updated: 04:25 PM Mar 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন না পাওয়ার পরই বিস্ফোরক অভিযোগে সরব সোনাপাচার মামলায় ধৃত কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। বেঙ্গালুরু রাজস্ব গোয়েন্দা দপ্তরের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। অভিনেত্রীর দাবি, জেল হেফাজতে তাঁকে খাবার দেওয়া হচ্ছে না। ঘুমোতেও পারছেন না। আবার সাদা কাগজে সই করে দেওয়ার জন্য নাকি চাপও দেওয়া হচ্ছে অভিনেত্রীকে। শুধু তাই নয়, তাঁকে চড়-থাপ্পড় মারা হচ্ছে বলেও অভিযোগ।

Advertisement

গত ৩ মার্চ, বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ১২.৫৬ কোটি টাকার সোনা-সহ গ্রেপ্তার হন অভিনেত্রী রানিয়া রাও। তাঁর দাবি, কোনও কিছু বলার সুযোগ না দিয়ে গ্রেপ্তার করা হয়। সেদিনই তাঁর কাছে নাকি কমপক্ষে ১০০টি পাতা আনা হয়। তার মধ্যে ৫০-৬০টি পাতায় কিছু টাইপ করা ছিল। বাকি ৪০টি ছিল সাদা পাতা। জোর করে চাপ দিয়ে ওই পাতাগুলিতে সই করতে বাধ্য করা হয় বলেই অভিযোগ। অভিনেত্রীর আরও দাবি, আদালতে তোলার আগে তাঁকে কমপক্ষে ১০-১৫ বার চড় মারেন এক আধিকারিক। প্রয়োজনে ওই আধিকারিককে চিহ্নিত করতে পারবেন বলেই জানান রানিয়া।

চাপের মুখে নতিস্বীকার না করলে তাঁর পিতৃপরিচয় প্রকাশ্যে আনা হবে বলে হুমকিও দেওয়া হয়। অভিনেত্রীর দাবি, সোনাপাচার মামলাটির সঙ্গে তাঁর বাবার সম্পর্ক না থাকার পরেও কেন এমন হুমকি দেওয়া হবে, তার তীব্র বিরোধিতা করেন রানিয়া। বলে রাখা ভালো, অভিনেত্রীর বাবা রামচন্দ্র রাও আইপিএস অফিসার। বছর কয়েক আগে একটি সোনাপাচার মামলায় নাম জড়িয়েছিল তাঁর।

অভিনেত্রীর দাবি, জেল হেফাজতে থাকাকালীন তাঁকে খাবার দেওয়া হচ্ছে না। ঘুমোতেও দিচ্ছেন না আধিকারিকরা। তার ফলে বিপর্যস্ত রানিয়া। সম্প্রতি অভিনেত্রীর একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যাতে চোখের তলায় কালি পড়ে যেতে দেখা গিয়েছিল তাঁর।

চোখের তলায় কালি পড়ে গিয়েছে অভিনেত্রীর

সেই সময় আইনজীবীকে মানসিক অবসাদের ভোগার কথা ছিল রানিয়ার। বিমানবন্দর থেকে গ্রেপ্তারির স্মৃতি তাড়া করছে বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাদা পাতায় স্বাক্ষরে 'চাপ', দিচ্ছে না খাবারও!
  • জেলযন্ত্রণায় বিধ্বস্ত সোনাপাচারে ধৃত কন্নড় অভিনেত্রী।
  • তাঁকে চড়-থাপ্পড় মারা হয় বলেও অভিযোগ রানিয়া রাওয়ের।
Advertisement