shono
Advertisement

দিঘা মোহনা বাজারে উঠল বিরল প্রজাতির চিরুনি ফাল, দেখতে ভিড় স্থানীয়দের

চিরুনি ফালের ওজন ৫০০ থেকে সাড়ে পাঁচশো কিলো।
Posted: 02:05 PM Nov 13, 2022Updated: 02:05 PM Nov 13, 2022

রঞ্জন মহাপাত্র, কাঁথি: এবার দিঘা মোহনা বাজারে দেখা মিলল বিরল প্রজাতির চিরনি ফালের। রবিবার সকালে মাছ দেখতে ভিড় জমান উৎসুক জনতা। অনেকেই ছবি তুলে দেন।

Advertisement

জানা গিয়েছে, ওড়িশার পারাদ্বীপের কাছে একটি ট্রলারে ধরা পড়ে বিরল প্রজাতির একটি চিরুনি ফাল। রবিবার সকালে দিঘা মোহনার জিকেডি আরতে আসে মাছটি। যার ওজন ৫০০ থেকে ৫৫০ কিলো। বিশাল এই মাছের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আড়তে উপচে পড়ে ভিড়। সবাই মোবাইলে ছবি তোলে মাছটির। জানা গিয়েছে, এই মাছের বাজার মূল্য কয়েক হাজার টাকা।

[আরও পড়ুন: দিলীপ ঘোষকে গাড়ি-সহ রোলার চাপা দেওয়ার হুঁশিয়ারি! ফের বিতর্কে উদয়ন গুহ]

মৎস্যজীবীদের দাবি, চিরুনি ফাল মাছটির পাখনা দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়। সাধারণত গভীর সমু্দ্রে পাওয়া যায় এই মাছ। এক ব্যবসায়ীরা জানিয়েছেন, “অত্যন্ত বিরল এই মাছ। তবে চিকিৎসার জন্য অত্যন্ত উপকারী।” প্রসঙ্গত, দিঘা মোহনার মাঝে মধ্যেই মৎস্যজীবীদের জালে ধরা পড়ে বিশালাকার মাছ। তবে অধিকাংশ ক্ষেত্রেই তেলিয়া ভোলা পাওয়া যায়। যা প্রচুর দামে বিক্রিও হয়। এবার দিঘার বাজারে চিরুনি ফাল।

[আরও পড়ুন: নন্দীগ্রামে সন্ত্রাস: শুভেন্দুর গ্রেপ্তারের দাবি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির, FIR ২১ নেতার বিরুদ্ধে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement