shono
Advertisement
Rashid Khan

'আজও ঘুমোতে গেলে...' রশিদ খানকে তাড়া করে বিশ্বকাপে ম্যাক্সওয়েলের অতিমানবিক ইনিংস

আফগান স্পিনার ৩ উইকেট তুললেও দাঁড়িয়ে দেখতে হয়েছিল ম্যাড ম্যাক্সের অতিমানবিক ইনিংস।
Published By: Arpan DasPosted: 06:20 PM May 31, 2024Updated: 06:58 PM May 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ম্যাচের পর কেটে গিয়েছে প্রায় ৭ মাস। কিন্তু আজও বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের সেই ইনিংস তাড়া করে বেড়ায় রশিদ খানকে (Rashid Khan)। আফগান স্পিনার ৩ উইকেট তুললেও দাঁড়িয়ে দেখতে হয়েছিল ম্যাড ম্যাক্সের অতিমানবিক ইনিংস।

Advertisement

২০২৩-র বিশ্বকাপে মাত্র ৯১ রানে ৭ উইকেটে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। লক্ষ্য ছিল ২৯২ রানের। কে ভেবেছিলেন সেখান থেকে ম্যাচ জিতে যাবে অজিরা? সেই অসম্ভব কাজটাই করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। চোট নিয়েও ১২৮ বলে ২০১ রান করে যান তিনি। ৩ উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালের রাস্তা পরিষ্কার করে নেন প্যাট কামিন্সরা।

[আরও পড়ুন: হার্দিকের বিকল্প অলরাউন্ডার চান, শিবম দুবেকে বিস্তর বোলিং পরামর্শ দিলেন রোহিত]

সেই ম্যাচে ৩৩ রানের মাথায় ক্যাচ পড়েছিল ম্যাক্সওয়েলের। ২২ তম ওভারে নুর আহমেদের বলে ক্যাচ মিস করেছিলেন মুজিব উর রহমান। যার ফল ভুগতে হয়েছিল আফগানিস্তানকে। সেই ম্যাচের প্রসঙ্গে আইসিসিকে রশিদ খান বলেন, "আজও সেই ম্যাচের কথা ভাবলে সারা শরীর কেঁপে ওঠে। ঘুমোতে যাওয়ার আগে ওই ম্যাচটার চিন্তা বারবার মনে আসে। যদি ওটা জিততাম, তাহলে হয়তো আমরাও সেমিফাইনালে যেতাম। অনেক কিছু শিখেছি ওইদিন থেকে।"

সেই শিক্ষা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে চান আফগান তারকা। বিশ্বকাপে 'সি' গ্রুপে রয়েছেন রশিদরা। সেখানে আছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো মহাশক্তিধর দল। এছাড়াও আছে পাপুয়া নিউ গিনি, উগান্ডা। তাদের টপকে কি পরের রাউন্ডে যেতে পারবে আফগানিস্তান? অন্যদিকে গ্রুপ 'বি'-তে অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান। মেগা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া।

[আরও পড়ুন: বড় চমক ইস্টবেঙ্গলের, আইএসএলের সেরা স্ট্রাইকার ‘দিমি’কে তুলে নিল লাল-হলুদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেই ম্যাচের পর কেটে গিয়েছে ৬ মাস। কিন্তু আজও বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের সেই ইনিংস তাড়া করে বেড়ায় রশিদ খানকে।
  • ২২ তম ওভারে নুর আহমেদের বলে ক্যাচ মিস করেছিলেন মুজিব উর রহমান।
  • ৩ উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালের রাস্তা পরিষ্কার করে নেন প্যাট কামিন্সরা।
Advertisement