shono
Advertisement
Bengal Pro T20 League

প্রিয়াংশু-ঋদ্ধির ব্যাটে সহজ জয় রশ্মি মেদিনীপুর উইজার্ডসের, টানা হার লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের

৯ উইকেটে জয়ী রশ্মি মেদিনীপুর উইজার্ডস।
Published By: Arpan DasPosted: 05:52 PM Jun 16, 2024Updated: 05:53 PM Jun 16, 2024

লাক্স শ্যাম কলকাতা টাইগার্স: ১২০/৯ (অভিষেক ৩০, সুদীপ ২১, শ্রেয়ান ৯/২)
রশ্মি মেদিনীপুর উইজার্ডস: ১২৫/১ (প্রিয়াংশু ৫৪, ঋদ্ধিমান ৩৬, সায়ন ঘোষ ৩০/১)
৯ উইকেটে জয়ী রশ্মি মেদিনীপুর উইজার্ডস।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে জয়ের মুখ দেখল রশ্মি মেদিনীপুর উইজার্ডস (Rashmi Medinipur Wizards)। তাও যথেষ্ট দাপটের সঙ্গে। এদিন তারা হারাল লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে (Lux Shyam Kolkata Tigers)। ৯ উইকেটে অনায়াসে জয় ছিনিয়ে নেয় সুদীপ চট্টোপাধ্যায়ের দল।

এদিন প্রথমে ব্যাট করে কলকাতা টাইগার্স। চলতি বিপিএলে (Bengal Pro T20 League) ম্যাচের যেরকম গতিপ্রকৃতি, সেরকমই হল তাদের সঙ্গে। অল্প রানেই থেমে গেল অভিষেক পোড়েলদের ইনিংস। শুরু থেকেই রানের গতি তুলতে পারেননি। অধিনায়ক অভিষেক ৩০ রান করলেও নেন ৪০টি বল। বড় রান পেলেন না করণ লালও। তাঁরা ছাড়া সন্দীপ তোমার ও রণিত ঘোষই একমাত্র দুসংখ্যার রান করেন। বাকিরা সকলেই ব্যর্থ। মেদিনীপুরের শ্রেয়ান চক্রবর্তী মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ৯ উইকেট হারিয়ে কলকাতা থেমে যায় ১২০ রানে।

[আরও পড়ুন: বেলিংহামদের হাত ধরে ইউরো কি ‘ঘরে’ ফিরবে? একনজরে ইংল্যান্ডের শক্তি-দুর্বলতা]

ব্যাট করতে নেমে একেবারেই অসুবিধার মুখে পড়েননি ঋদ্ধিমান সাহারা। ২২ বলে ঝোড়ো ৩৬ রান করে যান তিনি। অন্যদিকে ইনিংস ধরে রেখেছিলেন বিবেক সিং। ৩৪ বলে ৩১ রান করেন তিনি। ঋদ্ধিমান ফিরে যাওয়ার পর শুরু হয় প্রিয়াংশু শ্রীবাস্তবের দাপট। ৪৮ বলে ৫৪ রানের ইনিংসে অনায়াসে তিনি জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন মেদিনীপুর উইজার্ডসকে। দাগ কাটতে পারেননি কলকাতার কোনও বোলারই। শেষ পর্যন্ত ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় মেদিনীপুর। তিন ম্যাচের পর দুদলের পয়েন্ট ২। তবে নেট রানরেটে পয়েন্ট টেবিলে এগিয়ে আছে মেদিনীপুর।

[আরও পড়ুন: কোপার জন্য তৈরি আর্জেন্টিনা, মেনোত্তি-মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে চূড়ান্ত দলঘোষণা স্কালোনির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে জয়ের মুখ দেখল রশ্মি মেদিনীপুর উইজার্ডস।
  • এদিন তারা হারাল লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে।
  • ৯ উইকেটে অনায়াসে জয় ছিনিয়ে নেয় সুদীপ চট্টোপাধ্যায়ের দল।
Advertisement