shono
Advertisement

বিমান বন্দরে ভক্তদের ভিড়ের চাপে চিড়ে চ্যাপ্টা রশ্মিকা! সেলফির আবদার মেটাতে হিমশিম অভিনেত্রী

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।
Posted: 03:35 PM Nov 22, 2023Updated: 03:35 PM Nov 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশ্মিকা মান্দানা নাকি ন্য়াশনাল ক্রাশ! হ্য়াঁ, পুষ্পা ছবি মুক্তির পর পর গোটা দেশ এই নামেই ডাকা শুরু করেছিল রশ্মিকাকে। তাঁর ‘স্বামী স্বামী’ নাচের তালে কাবু হয়েছিল আট থেকে আশি। আর এবার সেই রশ্মিকাই যখন নতুন বলিউড ছবি ‘অ্যানিম্যাল’-এ রণবীরের বাহুডোরে, তখন যেন রশ্মিকাকে নিয়ে উত্তেজনার পারদ আরও তুঙ্গে। তার উপর সম্প্রতি রশ্মিকার বিকৃত ভিডিও নিয়ে নেটপাড়ায় যা কাণ্ড ঘটল, তার জেরে রশ্মিকা তো এখন হট ফেভারিট। তবে এ খবর ডিপ ফেক ভিডিও কিংবা রণবীরের সঙ্গে রশ্মিকার জুটি বাঁধা নিয়ে নয়। বরং অনুরাগীদের ভালোবাসার চাপে রশ্মিকার হিমশিম খাওয়ার অবস্থাই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। 

Advertisement

[আরও পড়ুন: প্রতিষ্ঠিত পরিচালক হয়েও সেরা কাজ রিলিজ করতে পারেননি, দুবার হার্ট অ্যাটাক অনুরাগের!]

ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। সম্প্রতি ‘অ্যানিম্যাল’ ছবির ট্রেলার লঞ্চে মুম্বইয়ে হাজির হয়েছিলেন রশ্মিকা মান্দানা। বিমানবন্দরে নামতেই অভিনেত্রীকে ছেঁকে ধরলেন ভক্তরা। একের পর এক সেলফির আবদার। প্রথমটায় মিষ্টি হেসেই সেলফি তুলতে রাজি হয়েছিলেন রশ্মিকা।

কিন্তু ভিড় বাড়তেই রশ্মিকা যেন হিমশিম খেতে শুরু করলেন। পরিস্থিতি দেখে এগিয়ে আসলেন নিরাপত্তারক্ষী। তবে রশ্মিকা কিন্তু কাউকেই নিরাশ করেননি। ভিডিও দেখে বোঝা যাচ্ছে, রশ্মিকা বিরক্ত হলেও, অনুরাগীদের তা বুঝতে দেননি বরং মিষ্টি হেসে সেলফিও তুলেছেন।

[আরও পড়ুন: গোয়া চলচ্চিত্র উৎসবে আচমকা ছন্দপতন, নাচতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন শাহিদ কাপুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement