সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেশন দুর্নীতির (Ration Scam) টাকায় টলিউড ছবি। প্রাথমিক তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য! বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানের (Bakibur Rahaman) টাকায় ২০১৪ সালে এক বাংলা সিনেমা হয়েছিল। যেখানে টলিপাড়ার একাধিক পরিচিত মুখ দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই আরও গভীর তদন্তে নেমেছে ইডি।
বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের পরই একের পর এক তথ্য প্রকাশ্যে। তাঁর ঘনিষ্ঠ বাকিবুর যে শুধু চালকল, আটাকল কিংবা হোটেলের মালিক ছিলেন তাই নয়, তিনি টাকা ঢেলেছিলেন টলিউড ছবিতেও। বছর দশেক আগের কথা। ২০১৩ সালে বাকিবুরের প্রযোজনায় তৈরি হয়েছিল ‘ম্যানগ্রোভ’ নামের একটি ছবি। আর সেই বাংলা সিনেমাতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। উল্লেখ্য, গতবছর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ-অর্পিতা দুজনেই গ্রেপ্তার হয়েছেন।
[আরও পড়ুন: ‘দশম অবতার দেখতে চাই’, প্রসেনজিতের কাছে বিশেষ আবদার মমতার, কী বললেন বুম্বা?]
শিক্ষা দুর্নীতির তদন্ত চলাকালীনও টলিউডের নাম জড়িয়েছিল। অভিযোগ উঠেছিল, চাকরিপ্রার্থীদের দেওয়া ঘুষের কালো টাকা বিনিয়োগ হয়েছে বিনোদুনিয়ায়। এবার রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রেও সেই একই অভিযোগের তীর। মিলল যোগসূত্রও। অভিযুক্ত বাকিবুর প্রযোজিত ‘ম্যানগ্রোভ’ ছবিতে অভিনয় করেছিলেন টলিউড থেকে বলিউডের শিল্পীরাও। সিনেমার এক ছোট্ট দৃশ্যে আইটেম সংয়ে দেখা গিয়েছিল রাখী সাওয়ান্তকে। বার বার দুর্নীতির সঙ্গে সিনেইন্ডাস্ট্রির নাম জড়িয়ে যাওয়ায় এবার প্রশ্ন উঠেছে টলিউড কি তাহলে ‘সেফ লকার’ হয়ে উঠেছে?