সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক ধাওয়া করছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya)। ঘরের মাঠেও তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ, উড়ে এসেছে বাছাই করা সব বিশেষণ। এসব দেখে শুনে ভারতের প্রাক্তন হেডস্যর রবি শাস্ত্রী (Ravi Shastri) মুম্বই ইন্ডিয়ান্সের ভক্ত-অনুরাগীদের উদ্দেশে বলছেন, হার্দিকের আরও সমর্থনের প্রয়োজন। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের পাশে দাঁড়ানো উচিত ভক্ত-অনুরাগীদের।
সম্প্রচারকারী চ্যানেলে রবি শাস্ত্রী মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের উদ্দেশে বলেছেন, ''বছরের পর বছর ধরে দলকে সমর্থন করে আসছো তোমরাই। ২-৩টি ম্যাচে একটা দল খারাপ হয়ে যায় না। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবারের চ্যাম্পিয়ন। নতুন অধিনায়ক দলের হাল ধরেছে। ধৈর্য ধরতে হবে। এই ছেলেগুলো তোমাদেরই মতো মানুষ। দিনের শেষে অধিনায়কও রাতে ঘুমোতে যায়। এটা ভেবে দেখো। ধৈর্য ধরো।''
[আরও পড়ুন: রোহিতকে সরিয়ে পাণ্ডিয়াকে নেতা বানানো ভুল সিদ্ধান্ত, এবার মুম্বই ইন্ডিয়ান্সের সমালোচনায় প্রাক্তন পাক তারকা]
এরকম পরিস্থিতিতে কী করা উচিত হার্দিক পাণ্ডিয়ার? মুম্বই অধিনায়ককে পরামর্শ দিয়ে শাস্ত্রী বলছেন, ''শান্ত থাকো, ধৈর্য ধরো, চারপাশে যা হচ্ছে তাকে অগ্রাহ্য করো, নিজের খেলায় মন দাও।'' শাস্ত্রী আরও বলেন, মুম্বই ইন্ডিয়ান্স দলটা দারুণ। দু-একটা ম্যাচ জিতলেই পরিস্থিতি বদলে যাবে। শাস্ত্রীর পরামর্শ কী শুনলেন পাণ্ডিয়ারা?