সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবি শাস্ত্রী কি ভারতীয় দলের কোচ থাকছেন? ক্রিকেট মহলের অন্দরে যে লাখ টাকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাঁর সমাধান পাওয়া গেল বিসিসিআই নির্ধারিত ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড়ের বক্তব্যে। অংশুমান ইঙ্গিত দিলেন, কোচ হিসেবে শাস্ত্রীর ভূমিকায় ক্রিকেট উপদেষ্টা কমিটি সন্তুষ্ট। কারণ, তাঁর আমলে খাতায় কলমে ভালই পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। তবে, দলের অন্যান্য কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।
[আরও পড়ুন: ‘ধোনির সুরক্ষার দরকার নেই, ও নিজেই নাগরিকদের রক্ষা করবে’, বললেন সেনাপ্রধান]
সদ্য কপিলদেবের নেতৃত্বাধীন তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা মণ্ডলী তৈরি করেছে বিসিসিআই। অংশুমানও সেই কমিটির সদস্য। তিনি নিজে ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত ভারতীয় দলের কোচ ছিলেন। কোহলিদের পরবর্তী হেডস্যার এবং সাপোর্ট স্টাফ নির্বাচনের দায়িত্ব তাঁর উপরও বর্তেছে। কিন্তু, এ প্রসঙ্গে সিএসির বৈঠকের আগেই তিনি জানিয়ে দিলেন, “কোচ নির্বাচনের আগে অনেকগুলি ছোট ছোট বিষয় মাথায় রাখতে হয়। বাইরে থেকে মনে হয় কোচ নির্বাচন খুব সহজ কাজ। কিন্তু, তা আসলে নয়। অনেক ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হয়। নতুন কোচ অধিনায়ক এবং অন্যদের সঙ্গে মানিয়ে নিতে পারবেন না সেটাও মাথায় রাখতে হয় কোচ নির্বাচনের সময়।” শাস্ত্রী প্রসঙ্গে বলতে গিয়ে গায়কোয়াড় বলেন,”যদি শুধু ফলাফলের দিকে নজর রেখে বলা হয়, ও খুব ভাল কাজ করেছে। তবে, শাস্ত্রী ছাড়া দলের অন্য সব কোচের পদ নিয়েই আমরা ভাবছি। কারা কারা আবেদন করছেন তার উপর নির্ভর করছে সহকারী কোচেদের ভবিষ্যত। আমরা দেখবে কাকে কোচ করা হলে দলের উপকার হবে।”
[আরও পড়ুন: বোর্ডের অন্দরে গুঞ্জন, ক্যারিবিয়ান সফরের পরই চাকরি যাচ্ছে ভারতীয় কোচের]
বিশ্বকাপের পরই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল, ভারতীয় দলের জন্য নতুন কোচ ও সাপোর্ট স্টাফ নিয়োগ করা হবে। তার জন্য আগ্রহীরা আবেদন জানাতে পারেন। তারপরই হেড কোচ হিসেবে উঠে আসে মাহেলা জয়বর্ধনের মতো প্রাক্তন তারকাদের নাম। কিন্তু, গায়কোয়াড় যা ইঙ্গিত দিলেন, তাতে কার্যত স্পষ্ট কোচ হিসেবে থাকছেন শাস্ত্রীই। তবে, সহকারী কোচ হিসেবে কারও চাকরি যেতে পারে। বিসিসিআই সূত্রে যা খবর, তাতে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের চাকরি যাওয়া কার্যত নিশ্চিত।
The post নির্ধারিত হয়ে গেল শাস্ত্রীর ভাগ্য! কোচ নির্বাচন বৈঠকের আগেই মিলল ইঙ্গিত appeared first on Sangbad Pratidin.