সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকোট টেস্টেই কেরিয়ারের ৫০০তম উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অভিজ্ঞ অফ স্পিনার। জ্যাক ক্রলিকে আউট করতেই ভারতের দ্রুততম ও দুনিয়ার দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০০তম উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাছাড়া অশ্বিন হলেন অনিল কুম্বলের (Anil Kumble) পর দ্বিতীয় ভারতীয় যিনি টেস্টে ৫০০-টির বেশি উইকেট ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন।
এমন প্রেক্ষাপটে এবার চলতি রাঁচি টেস্টে আরও দুটি রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা। দ্বিতীয় ইনিংসে এবার অশ্বিনের প্রথম শিকার ছিল বেন ডাকেট। ইংল্যান্ডের ওপেনারকে আউট করে এবার ঘরের মাঠে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির করলেন অশ্বিন। তাও আবার সেই রেকর্ড গড়লেন কুম্বলের সামনেই। এতদিন তালিকার শীর্ষে ছিলেন কুম্বলে। দেশের মাঠে ৬৩টি টেস্টে কুম্বলে নিয়েছিলেন ৩৫০টি উইকেট। এবার তাঁকে টপকে গেলেন অশ্বিন। এদিকে অশ্বিন হলেন মুথাইয়া মুরলীধরন, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও কুম্বলের পর পঞ্চম বোলার যিনি ঘরের মাঠে ৩৫০টি-র বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন।
[আরও পড়ুন: ভারতের নতুন ‘ধ্রুবতারা’কে ধোনির সঙ্গে তুলনা গাভাসকরের! রোহিতদের শিখতে বললেন কুম্বলে]
এর পাশাপাশি ঘরের মাঠে সর্বাধিক উইকেট নেওয়ার পাশাপাশি অশ্বিন আরও একটি নজির করলেন। তিনিই হলেন ভারতের প্রথম বোলার, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০টির বেশি উইকেট নিলেন। রাজকোট টেস্ট পর্যন্ত ২২টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ছিল ৯৯। তবে এবার সেই রেকর্ডেও নাম লেখা হয়ে গেল। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন ভগবত চন্দ্রশেখর। প্রাক্তন লেগ স্পিনার ২৩টি টেস্টে ৯৫টি উইকেট নিয়েছিলেন তিনি।
নিজের দেশে ৩৫০টি-র বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকা…
মুথাইয়া মুরলীধরন: ৭৩ টেস্টে ৪৯৩ উইকেট
জেমস অ্যান্ডারসন: ১০৫ টেস্টে ৪৩৪ উইকেট
স্টুয়ার্ট ব্রড: ৯৮ টেস্টে ৩৯৮ উইকেট
রবিচন্দ্রন অশ্বিন: ৫৯* টেস্টে ৩৫২* উইকেট
অনিল কুম্বলে: ৬৩ টেস্টে ৩৫০ উইকেট