shono
Advertisement

Breaking News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপট ভারতীয় বোলারদের, নয়া রেকর্ড জাদেজা-কুলদীপের

মাত্র ১১৪ রানে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপকে গুটিয়ে দেয় ভারত।
Posted: 10:00 AM Jul 28, 2023Updated: 10:00 AM Jul 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে (India vs West Indies) হারিয়েছে ভারত। বোলারদের দাপটে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ। সেই ম্যাচেই নয়া রেকর্ড গড়লেন ভারতের স্পিন জুটি কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ইনিংসে সাত উইকেট তুলে নেন তাঁরা। প্রথমবার কোনও ভারতীয় জুটি হিসাবে এক ইনিংসে সর্বাধিক উইকেট পেয়েছেন তাঁরা। প্রথম ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেটে জিতেছে ভারত।

Advertisement

টসে জিতে বোলিং নেয় ভারত। প্রথমে পেসারদের দাপটেই দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। তারপরেই আসরে নামেন ভারতের স্পিন জুটি রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। মাত্র ৬ রান দিয়ে চার উইকেট তুলে নেন কুলদীপ। অন্যদিকে ৩ উইকেট পান জাদেজা, ৩৭ রান দিয়ে। সবমিলিয়ে ভারতের স্পিনারদের খাতায় যায় সাতটি উইকেট। ভারতের ওয়ানডে ইতিহাসে এই ঘটনা প্রথমবার। দুই স্পিনার একসঙ্গে সাত উইকেট পেয়েছেন, এমন কখনও ঘটেনি। 

[আরও পড়ুন: ‘ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম, আপনি তেমনটাই করছেন’, মোদিকে নয়া তির তৃণমূলের]

তবে মাত্র ১১৫ রানের লক্ষ্য থাকলেও তাড়া করতে গিয়ে হিমশিম খায় ভারতের ব্যাটিং লাইন আপ। বিশ্বকাপে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে জায়গা পাকা করার মহড়ার ম্যাচে সুযোগটা কাজে লাগালেন ঈশান কিষান। ভাল একটি অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি। তবে উলটো দিকের ব্যাটাররা খানিকটা হলেও ব্যর্থ হলেন। গিল মাত্র ৭ রান করে ফিরলেন। ব্যর্থ হন সূর্যকুমার যাদবও।

চার উইকেট পড়ার পরও রোহিত বা কোহলি ব্যাট করতে আসেননি। পাঠানো হয় শার্দূল ঠাকুরকে। কিন্তু শার্দূল আউট হওয়ার পর বাধ্য হয়েই ব্যাট করতে আসতে হল অধিনায়ক রোহিতকে। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেও এই সামান্য রান তাড়া করতে গিয়ে যেভাবে ভারতকে ৫ উইকেট হারাতে হল, সেটা খানিকটা হলেও চিন্তার। তবে বোলিং বিভাগকে স্বস্তি দেবে জাদেজা-কুলদীপের রেকর্ড। 

[আরও পড়ুন: ভারতের অংশ নয়! অরুণাচল প্রদেশের তিন খেলোয়াড়কে সাধারণ ভিসা দিল না চিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement