সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছর আগে আজকের দিনেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) ঘরে তুলেছিল ভারতীয় দল। তার পরে দশ বছর কেটে গেলেও আইসিসি-র কোনও ট্রফি আসেনি ভারতে।
২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নেতৃত্বের আর্মব্যান্ড ছিল মহেন্দ্র সিং ধোনির হাতে। প্রথম ভারত অধিনায়ক হিসেবে ধোনি ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। তার চার বছর পরে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন ধোনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দশ বছর পূর্তিতে রবীন্দ্র জাদেজা একটি টুইট করেন।
[আরও পড়ুন: ইন্টার মায়ামি যাওয়ার আগে এমবাপেকে পিএসজি ছাড়ার পরামর্শ মেসির, সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা]
সেবারের ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন রবীন্দ্র জাদজা (Ravindra Jadeja)। টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করার জন্য জাদেজাকে গোল্ডেন বল পুরস্কার দেওয়া হয়েছিল। ভারতের তারকা অলরাউন্ডারের হাতে দুটো ট্রফি, এমন ছবিই তিনি পোস্ট করেন টুইটারে। টুইটারে ক্যাপশন হিসেবে জাদেজা লেখেন, ”গোল্ডেন বয়”। রবীন্দ্র জাদেজা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ব্যাট হাতে ৩৩ রানে অপরাজিত থাকেন। বল হাতে জাদেজা ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ জাদেজাকে সেই সময়ে বলতে শোনা গিয়েছিল, ”গোটা টুর্নামেন্টে আমি ভাল খেলেছি। আমি খুব ইতিবাচক ছিলাম। স্ট্রাইক রোটেট করা খুব কঠিন ছিল, সেই কারণে আমি আর বিরাট পার্টনারশিপ গড়ার চেষ্টা করছিলাম। এই উইকেটে আমি বল করা উপভোগ করেছি। যখনই বল করতে গিয়েছি, তখনই অধিনায়ক আমাকে সাপোর্ট করে গিয়েছে।”
টুর্নামেন্টে পাঁচটি ম্যাচে ১২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আজ স্মৃতিরোমন্থনের দিন। ভারতের বাঁ হাতি অলরাউন্ডার ফিরে গেলেন দশ বছর আগের সেই দিনে।