সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সীমা বাড়াল আরবিআই। আজ থেকেই লাগু হচ্ছে এই নিয়ম। অর্থাৎ এবার থেকে সেভিংস অ্যাকাউন্ট থেকে সপ্তাহে তোলা যাবে ৫০,০০০ টাকা।
এই নতুন নেশাতেই মজছে স্কুল পড়ুয়ারা, চিন্তায় অভিভাবকরা
নোট বাতিলের পর থেকেই টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম চাপানো হয়েছিল। প্রথম দিকে তার জেরে অসুবিধাতেও পড়েছিল সাধারণ মানুষ। যদিও তা সত্ত্বেও এই নিয়ম মেনেই নিয়েছিল আম আদমি। যত সময় এগিয়েছে তত নিয়মের ফাঁস আলগা হয়েছে। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও বেশ কিছু বাধানিষেধ আরোপ করা হয়েছিল। কিছুদিন আগে সেই উর্ধ্বসীমাও বাড়ানো হয়েছিল। ফলে অনেকটাই স্বস্তিতে ছিলেন মানুষ। এবার আরও খানিকটা স্বস্তির খবর। সেভিংস অ্যাকাউন্টে টাকা তোলার সীমাও বাড়ানো হল। ২৪,০০০ টাকার পরিবর্তে তা সপ্তাহে করা হল ৫০,০০০ টাকা। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ১৩ মার্চ থেকে টাকা তোলার ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না।
জাকির নায়েককে টাকা জোগাত দাউদ, ফাঁস চাঞ্চল্যকর তথ্য
The post ব্যাঙ্ক থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়াল আরবিআই appeared first on Sangbad Pratidin.