সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগ্রহী প্রার্থীরা অনলাইনে করতে পারেন আবেদন। আগামী ১৬ জানুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।
রিজার্ভ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৯২৬ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
কোন জায়গায় কত শূন্যপদ:
কলকাতা: ১১টি
মুম্বই: ৪১৯টি
নয়াদিল্লি: ৩৪টি
পাটনা: ২৪টি
আহমেদাবাদ: ১৯টি
বেঙ্গালুরু: ২১টি
ভোপাল: ৪২টি
ভুবনেশ্বর: ২৮টি
চণ্ডীগড়: ৩৫টি
চেন্নাই: ৬৭টি
গুয়াহাটি: ৫৫টি
হায়দরাবাদ: ২৫টি
জয়পুর: ৩৭টি
জম্মু: ১৩টি
কানপুর, লখনউ: ৬৩টি
তিরুবনন্তপুরম, কোচি: ২০টি
শিক্ষাগত যোগ্যতা:
১. ৫০ শতাংশ নম্বর পেয়ে যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. যে রাজ্যের আবেদনকারী সেই অনুযায়ী ভাষার ক্ষেত্রে দক্ষতা ভাষা বাঞ্ছনীয়।
[আরও পড়ুন: খাদির একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, রইল আবেদনের খুঁটিনাটি]
আবেদনকারীর বয়সসীমা:
১ ডিসেম্বর, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ থেকে ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী এসসি(তফসিলি জাতি), এসটি(তফসিলি উপজাতি) প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি(অন্যান্য অনগ্রসর শ্রেণি) প্রার্থী ৩ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে www.rbi.org.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ১৬ জানুয়ারি আবেদনের শেষ দিন। ফি হিসাবে ব্যাংকে প্রার্থীকে ৪৫০ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি(এসটি) প্রার্থীদের ব্যাংকে ৫০ টাকা জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচন:
প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ভাষাগত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আগামী ১৪ এবং ১৫ ফেব্রুয়ারিতে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হতে পারে। মার্চে নেওয়া হবে মেন পরীক্ষা। তবে চূড়ান্তভাবে পরীক্ষা দিনক্ষণ জানতে www.rbi.org.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
The post স্নাতক হলেই মিলতে পারে রিজার্ভ ব্যাংকে চাকরির সুযোগ, আজই আবেদন করুন appeared first on Sangbad Pratidin.